কাশ্মীরের একাধিক স্থানে চলছে ভারী বৃষ্টি, ধসের ঘটনা, বিপদের আশঙ্কায় স্থগিত ঘোষণা অমরনাথ যাত্রা। ভারী বৃষ্টির প্রভাব পড়ল অমরনাথ যাত্রায়। ভারী বৃষ্টি এবং ধসের জেরে টানা দুই দিন যাত্রা স্থগিত রাখার সিদ্ধান্ত নিল প্রশাসন। যাত্রা স্থগিত হওয়ায়, চরম বিপাকে পড়েছেন হাজার হাজার অমরনাথ তীর্থযাত্রী। মৌসুমী বায়ুর প্রভাবে গত বৃহস্পতিবার রাত থেকে জম্মু ও কাশ্মীর শুরু হয়েছে বৃষ্টি।টানা ভারী বৃষ্টির জেরে কাশ্মীরের একাধিক স্থানে ধসের ঘটনা ঘটে।পাহলগাম এবং বালতাল এলাকার একাধিক রাস্তায় ভারী বৃষ্টির জেরে ধস নামায়,বন্ধ হয়ে যায় রাস্তাঘাট। এরপরেই বিপদের আশঙ্কায় প্রশাসনের তরফে স্থগিত ঘোষণা হয়েছে অমরনাথ যাত্রা।শুক্রবারের পর শনিবারেও অমরনাথযাত্রীদের পবিত্র গুহা মন্দিরে দিকে যেতে দেওয়া হয়নি বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।
এ নিয়ে পরপর দুই দিন এই ঘটনা ঘটল।প্রশাসন জানিয়েছে,ভারী বৃষ্টি এবং ধসের জেরে শ্রীনগর-জম্মু জাতীয় মহাসড়ক বন্ধ।তার জেরেই যাত্রা বন্ধের সিদ্ধান্ত বলে জানায় তারা।তীর্থযাত্রীদের একাধিক দল জম্মুতে আটকে রয়েছে বলে খবর পাওয়া গেছে।
ইতিমধ্যে যে সমস্ত দল অমরনাথের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল, ভারী বৃষ্টির কারণে তারা বালতাল এবং নুনওয়ান বেস ক্যাম্পে আটকে পড়েছে। তবে,এখনও পর্যন্ত প্রাকৃতিক দুর্যোগের জেরে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।তবে,কবে থেকে অমরনাথ যাত্রা ফের শুরু হবে,তার কোনও ইঙ্গিত দিতে পারেনি প্রশাসন।
৩ হাজার ৮৮৮ মিটার উঁচু গুহা মন্দিরের যাত্রা আগামী ৩১ অগস্ট শেষ হবে।এর আগে করোনার কারণে দুই বছর বন্ধ রাখা হয়েছিল অমরনাথ যাত্রা।২০২২ সালে ফের শুরু হয়েছিল পবিত্র গুহা দর্শন।কিন্তু শুরুর কয়েকদিন পরে খারাপ আবহাওয়ার জন্য স্থগিত রাখা হয়েছিল শিবলিঙ্গ দর্শন।পরে আবহাওয়া উন্নতি হওয়ায়,শুরু হয়েছিল যাত্রা।এবারও যাত্রা শুরুর কয়েকদিনের মধ্যেই আবহাওয়া বাধা হয়ে দাঁড়াল যাত্রাপথের।যাত্রা স্থগিত হওয়ায় সমস্যায় পড়েছেন তীর্থযাত্রীরাও।এখন তাঁরা তাকিয়ে আছে প্রকৃতি দেবতার দিকে।
আরও পড়ুন – ‘কেসিআর সরকার কেবল নিজের পরিবারের উন্নয়নের জন্য কাজ করে’, মন্তব্য প্রধানমন্ত্রীর ,
আবহাওয়া প্রধান বাধা হয়ে দাঁড়াচ্ছে বলে জানানো হয়েছে। আবহাওয়ার উন্নতি হলেই ফের যাত্রা শুরু হবে বলে প্রশাসনের তরফে মিলেছে আশ্বাস।প্রসঙ্গত,গত ১ জুলাই থেকে কড়া নিরাপত্তায় শুরু হয়েছে পবিত্র অমরনাথ যাত্রা।এখন পর্যন্ত ৮০ হাজারের বেশি তীর্থযাত্রী পবিত্র গুহা দর্শন করতে পেরেছেন বলে জানা গেছে।