কেদারনাথে যাওয়ার পথে ধস, জাতীয় সড়কে পর্যটকদের গাড়ি পড়ে গেল গঙ্গায়

কেদারনাথে যাওয়ার পথে ধস, জাতীয় সড়কে পর্যটকদের গাড়ি পড়ে গেল গঙ্গায়

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

কেদারনাথে যাওয়ার পথে ধস, জাতীয় সড়কে পর্যটকদের গাড়ি পড়ে গেল গঙ্গায় , ঋষিকেশ (Hrishikesh) থেকে কেদারনাথে (Kedarnath) তীর্থ করতে যাচ্ছিলেন। কিন্তু, মাঝপথেই ঘটল চরম পরিণতি। হঠাৎ করে রাস্তায় ধস নামায় গঙ্গা নদীতে পড়ে গেল পুণ্যার্থীবোঝাই একটি গাড়ি। ঘটনায় মৃত্যু হয়েছে ওই গাড়ির ৩ আরোহীর এবং নিখোঁজ আরও ৩ জন। রবিবার ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের (Uttarakhand) গারওয়াল জেলায়। ঘটনায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি (CM Pushkar Singh Dhami) পুণ্যার্থীদের আবহাওয়ার পরিস্থিতি দেখে বেরোনোর বার্তা দিয়েছেন।

 

 

 

 

 

 

কেদারনাথে যাওয়ার পথে পুণ্যার্থীদের গাড়ি গঙ্গা নদীতে পড়ে যাওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। প্রচণ্ড বৃষ্টির জেরে রাস্তায় ধস নামছে এবং নদী বিপদসীমার উপর দিয়ে বইছে জানিয়ে পর্যটক-সহ রাজ্যবাসীকে সতর্ক থাকার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

 

 

 

 

প্রসঙ্গত, গত দু-তিন ধরে টানা বৃষ্টিতে বিপর্যস্ত লাদাখ, জম্মু-কাশ্মীর থেকে দিল্লি, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ড। এদিন সকাল থেকে হিমাচল প্রদেশে একাধিক রাস্তায় ধস নেমেছে, ভেসে গিয়েছে বহু ব্রিজ-রাস্তা। গাড়ি পর্যন্ত ভেসে গিয়েছে কয়েকজনের মৃত্যু হয়েছে। দিল্লিতেও ৪০ বছরের পর দৈনিক বৃষ্টিপাত রেকর্ড করেছে। জলমগ্ন বিস্তীর্ণ অঞ্চল। উত্তরাখণ্ডেও বহু নদীর জল রাস্তার উপর দিয়ে বইছে এবং ঝুঁকি এড়াতে একাধিক রাস্তা বন্ধ করে দিয়েছ প্রশাসন। জারি হয়েছে লাল সতর্কতা।

 

 

 

আরও পড়ুন –   রাজ্যসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিল তৃণমূল-বিজেপি

 

 

 

 

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিতে চালক-সহ মোট ১১ জন আরোহী ছিলেন। তাঁরা দিল্লি, বিহার ও হায়দরাবাদের বাসিন্দা। ঋষিকেশ থেকে কেদারনাথ দর্শন করতে যাচ্ছিলেন। হঠাৎ করেই গারওয়াল জেলার মুনি কি রেটি এলাকায় ঋষিকেশ-বদ্রীনাথ জাতীয় সড়কে ধস নামে। রাস্তায় ধস নামায় ওই গাড়িটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং গঙ্গা নদীতে পড়ে যায় গাড়িটি। খবর পেয়েই পুলিশ ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (SDRF) ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে। SDRF-এর ইন্সপেক্টর কাবেন্দ্র সাজওয়ান জানান, এদিন বিকাল পর্যন্ত ৩টি দেহ উদ্ধার হয়েছে। ৩ জনের এখনও হদিশ মেলেনি। তাঁদের খোঁজে নদীতে তল্লাশি অভিযান চলছে। তবে ক্রমাগত ভারী বৃষ্টিপাত হওয়ায় এবং নদী উত্তাল থাকায় উদ্ধারকাজে সমস্যা হচ্ছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top