রাজ্যসভার উপনির্বাচনে সাকেত গোখলেকে তৃণমূল প্রার্থী করছে , প্রার্থীদের নাম ঘোষণার সঙ্গে বিধানসভায় মনোনয়নপত্র তৈরির কাজ শুরু

রাজ্যসভার উপনির্বাচনে সাকেত গোখলেকে তৃণমূল প্রার্থী করছে , প্রার্থীদের নাম ঘোষণার সঙ্গে বিধানসভায় মনোনয়নপত্র তৈরির কাজ শুরু

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

রাজ্যসভার উপনির্বাচনে সাকেত গোখলেকে তৃণমূল প্রার্থী করছে , প্রার্থীদের নাম ঘোষণার সঙ্গে বিধানসভায় মনোনয়নপত্র তৈরির কাজ শুরু। রাজ্যসভার উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী হচ্ছেন সাকেত গোখলে। সোমবার সকালে তৃণমূলের তরফে রাজ্যসভা নির্বাচনে তাঁদের ছ’জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়। রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন, উপদলনেতা সুখেন্দুশেখর রায় ও দোলা সেনকে তৃতীয়বার মনোনয়ন দেওয়ার পাশাপাশিই নতুন তিন জনকে মনোনয়ন দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। নতুনদের তালিকায় নাম রয়েছে সাকেতের।

 

 

 

 

প্রসঙ্গত,আর্থিক নয়ছয়ের অভিযোগে সাকেতকে বেশ কয়েক বার গ্রেফতার করেছিল ইডি।যদিও সেই ঘটনাকে ‘রাজনৈতিক প্রতিহিংসা’ বলেই বর্ণনা করেছিল তৃণমূল।

 

 

 

 

সাকেতের জন্য নির্দিষ্ট করা হয়েছে লুইজিনহো ফেলেইরোর ছেড়ে দেওয়া রাজ্যসভার আসনটি।রাজ্যসভার বাকি পাঁচটি আসনে সরাসরি নির্বাচন হলেও ওই আসনটিতে উপনির্বাচন হবে।কারণ, আসনটি ভাঙা মেয়াদের। পূর্ণ সময়ের নয়।২০২০ সালে ওই আসনে রাজ্যসভায় পাঠানো হয়েছিল নাট্যব্যক্তিত্ব অর্পিতা ঘোষকে।২০১৯ সালের লোকসভা ভোটে বালুরঘাট থেকে পরাজিত হন তিনি।তার পরে অর্পিতাকে রাজ্যসভায় পাঠিয়েছিল তৃণমূল। কিন্তু ২০২১ সালে অর্পিতা রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দেন। অসমর্থিত সূত্রের খবর,তাঁকে পদত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছিল।এর পরে ২০২১ সালের অক্টোবর মাসে কলকাতায় এসে তৃণমূলে যোগদান করেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো।ওই বছরের নভেম্বরে অর্পিতার ছেড়ে দেওয়া আসনটিতে লুইজিনহোকে রাজ্যসভায় মনোনয়ন দেওয়া হয়।সেটিও ছিল উপনির্বাচন।সেই উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন লুইজিনহো।কিন্তু গোয়া বিধানসভার নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর লুইজিনহোর সঙ্গে দূরত্ব তৈরি হয় তৃণমূলের।এ বছর এপ্রিল মাসে লুইজিনহো রাজ্যসভার সাংসদ পদ থেকে পদত্যাগ করেন। সেই আসনেই এ বার প্রার্থী হবেন সাকেত।সেটিতে এ বার উপনির্বাচন হবে।এই আসনটির মেয়াদ ২০২৬ সাল পর্যন্ত।

 

 

 

 

আরও পড়ুন –   ‘সন্ত্রাস’ খুঁজতে চার সদস্যের তথ্যানুসন্ধান কমিটি গড়লেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা

 

 

 

 

প্রার্থীদের নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই বিধানসভায় মনোনয়নপত্র তৈরির কাজ শুরু করে দেন তৃণমূলের পরিষদীয় দলের সদস্যরা। সেখানেই সাকেতের জন্য উপনির্বাচনের প্রার্থীর মনোনয়নপত্র তৈরি করা হয়েছে।বিধানসভা সূত্রে খবর,তৃণমূল শীর্ষ নেতৃত্বের তরফে নির্দেশ পাওয়ার পরেই সাকেতের জন্য উপনির্বাচনের প্রার্থীর মনোনয়নপত্র তৈরির কাজ শুরু হয়েছে।যদিও রবিবার ছুটির দিনেই তৃণমূল পরিষদীয় দল প্রার্থীদের জন্য মনোনয়নপত্র তৈরির প্রাথমিক প্রক্রিয়া শুরু করে দিয়েছিল।সোমবার প্রার্থীদের নাম ঘোষণার পর সেই কাজে আরও গতি এসেছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top