মুখ্যমন্ত্রীর মামার বাড়ির গ্রামেই বড় জয় পেল বিজেপি

মুখ্যমন্ত্রীর মামার বাড়ির গ্রামেই বড় জয় পেল বিজেপি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
বারাণসীর দশাশ্বমেধ  ঘাটের মতো কলকাতাতেও দীপাবলি উৎসব, আমন্ত্রিত মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রীর মামার বাড়ির গ্রামেই বড় জয় পেল বিজেপি। মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) মামার বাড়ির গ্রাম। সেই গ্রামে একাধিক আসনে জয় পেল বিজেপি (BJP)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মামার বাড়ি রামপুরহাট-১ ব্লকের কুসুম্বা গ্রামে। সেখানকার তিনটি আসনের মধ্যে ২টি আসনে জয়লাভ করেন বিজেপির (BJP) দুই প্রার্থী। একটিতে জয় পেয়েছেন তৃণমূল প্রার্থী (TMC) । এই পঞ্চায়েতের ৩১ নম্বর বুথে ভোট দেন মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মামা অনিল মুখোপাধ্যায়ের (Anil Mukherjee) পরিবার। এখানে জয়ী হয়েছেন বিজেপি (BJP) প্রার্থী অর্চনা হাজরা (Archana Hazra) । হেরেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী সাথী লেট। অন্যদিকে এই গ্রামে ৩২ নম্বর বুথেও জয়ী হয়েছেন বিজেপির প্রার্থী গঙ্গাধর হাজরা। এখানে ঘাসফুলের প্রার্থী ছিলেন গৌতম লেট। পদ্মপ্রার্থীর কাছে হেরে যান তিনিও। তবে ২৯ নম্বর আসনে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী আদিত্য দত্ত। তৃণমূলে নবজোয়ার কর্মসূচিতে বীরভূমে গিয়ে এই গ্রামে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhisek Banerjee) ।

 

 

 

 

 

তৃণমূল সুপ্রিমোর শৈশবের স্মৃতির সঙ্গে আষ্টেস্পৃষ্টে এ গ্রাম জড়িয়ে থাকলেও গত লোকসভা ও বিধানসভা ভোটে তৃণমূলকে মোটেই আশার আলো দেখায়নি এ গ্রাম। রামপুরহাটে বিধানসভায় তৃণমূলের জয় এলেও কুসুম্বা পঞ্চায়েতে জেতে বিজেপি। লোকসভা ভোটেও শতাব্দী রায় জিতেছিলেন, তবে কুসুম্বায় জয় পায় গেরুয়া শিবিরই। পঞ্চায়েত ভোটে সে হাওয়া কিছুটা হলেও অব্যাহত।

 

 

 

 

আরও পড়ুন –   আরাবুলের ডেরায় ১১টি আসনে জয় ISF-জোটের, কি বলছেন দাপুটে নেতা আরাবুল ?

 

 

 

 

রামপুরহাটের কুসুম্বার কথা বিভিন্ন সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে উঠে এসেছে। তাঁর মামারবাড়ির গ্রাম। এই গ্রামকে ঘিরে মুখ্যমন্ত্রীর গলায় শৈশবের স্মৃতিকথা শোনা গিয়েছে বহুবার। এ গ্রাম তিনি হাতের তালুর মতো চেনেন। সম্প্রতি তৃণমূলে নবজোয়ার কর্মসূচিতে রামপুরহাটে এসে কুসুম্বায় গিয়েছিলেন তৃণমূলের  সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhisek Banerjee)।

 

( সব খবর , ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন  Facebook পেজ এবং Youtube ) 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top