‘মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় হবে’, পঞ্চায়েতের গণনার দিনে মন্তব্য পার্থর ,পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা চলছে রাজ্যজুড়ে। মঙ্গলবার সেই গণনার দিনে আরও একবার তৃণমূল কংগ্রেস এবং দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjeea) জয়ধ্বনি দিলেন প্রাক্তন মহাসচিব তথা রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) । জেলে রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী (Partha Chatterjee)।
উল্লেখ্য নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় এক বছর ধরে জেলে রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী (Partha Chatterjee)। আদালতে জামিনের আবেদন জানালেও এখনও মুক্তি মিলছে না তাঁর। মঙ্গলবার পার্থ-সহ মোট সাতজনকে এদিন আলিপুর বিশেষ আদালতে পেশ করা হয়। প্রসঙ্গত জেলবন্দি অবস্থায় তাঁর শারীরিক অবস্থা ভালো যাচ্ছে না বলে আগেই জানিয়েছিলেন পার্থ (Partha Chatterjee)। সম্প্রতি প্রাক্তন শিক্ষামন্ত্রীর (Partha Chatterjee) ।
আংটিকাণ্ডে প্রেসিডেন্সি জেলের (Presidency Jail) সুপারের বিরুদ্ধে হেস্টিংস থানায় অভিযোগ দায়ের করেছেন ডিআইজি কারা। সূত্রের খবর, জেল সুপার দেবাশিস চক্রবর্তীর বিরুদ্ধে জেলের আইন ভাঙা ও কর্তব্যে গাফিলতির অভিযোগ দায়ের হয়েছে। এই মর্মে আদালত কারা দফতরের কাছে রিপোর্ট চেয়ে জানতে চেয়েছিল। কারা দফতরের রিপোর্টে সন্তুষ্ট ছিল না আদালত।
আরও পড়ুন – রাস্তায় পড়ে থাকা পরিত্যক্ত গাড়ির তালিকা তৈরি করতে নির্দেশ লালবাজারের
আরও পড়ুন – তৃণমূল এমনিতেই জিতত, নিচুতলার কর্মীদের বুঝতে হবে, বললেন মন্ত্রী বাবুল সুপ্রিয়
নিয়োগ দুর্নীতি মামলায় জেল হেফাজতে থাকা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chaterjee) মঙ্গলবার আলিপুর আদালতে (Alipur Court) পেশ করার জন্য নিয়ে আসা হয়।আদালতে ঢোকার আগে পঞ্চায়েত ভোট সংক্রান্ত বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পার্থ চট্টোপাধ্যায় (Partha Chaterjee) বলেন, ‘মা-মাটি-মানুষের জয় হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ( Mamata Bnaerjee) সার্বিক উন্নয়নের জয়।’
আরও পড়ুন – কমিটির পাল্টা কমিটি! নাড্ডা প্রতিনিধি পাঠাচ্ছেন বাংলায়, মণিপুরে চার সদস্যের সংসদীয় দল…
( সব খবর , ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube )