ফের দেগঙ্গায় ‘আক্রান্ত’ আইএসএফ, বোমাবাজি,প্রার্থীর বাড়ি ও দোকানে ভাঙচুরের অভিযোগ , ভোট পরবর্তী হিংসা অব্যাহত দেগঙ্গায়। পরাজিত আইএসএফ প্রার্থীর বাড়ি ও দোকানে ভাঙচুর এবং তাদের কর্মীদের মারধরের অভিযোগ উঠল তৃণমূল সদস্যের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে দেগঙ্গার হাদিপুর ঝিকরা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের আমতলা হাট এলাকায়। ওই এলাকার পরাজিত আইএসএফ প্রার্থী মুসাফার মণ্ডলের অভিযোগ, স্থানীয় পঞ্চায়েত সদস্য কামরুজ্জামান মণ্ডল প্রথমে মনোনয়নপত্র প্রত্যাহার করার হুমকি দিয়েছিল। এরপর পরাজিত হওয়ার পর বুধবার রাতে তাঁদের দোকানে ও বাড়িতে গিয়ে তৃণমূলের গুন্ডা বাহিনী নিয়ে ভাঙচুর চালায় পঞ্চায়েত সদস্য। চার জন কর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ।
তৃণমূল পঞ্চায়েত সদস কামরুজ্জামান বলেন, “পঞ্চায়েতের ফলাফল ঘোষণা হওয়ার পরে আমতলা হাটে তৃণমূলের বেশ কয়েকজন কর্মীকে আইএসএফ প্রার্থীর বাবা হযরত আলি দলবল নিয়ে বেধড়ক মারধর করে।” আহতদের উদ্ধার করে বিশ্বনাথপুর হাসপাতালে ভর্তি করে থানায় অভিযোগ দায়ের করা হয়। এখনও পর্যন্ত পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি। তাঁর দাবি, রাতে নিজেরা দোকান বাড়ি ভাঙচুর করে অন্যের উপরে দোষ চাপাচ্ছে। এটা সম্পূর্ণ মিথ্যা।
আরও পড়ুন – ভোটে নিহতদের ক্ষতিপূরণের ঘোষণাকে কটাক্ষ দিলীপের, কি বললেন বিজেপির কেন্দ্রীয় সহ সভাপতি…
আরও পড়ুন – পঞ্চায়েত হিংসা নিয়ে মুখ্যমন্ত্রীকে খোঁচা রবিশঙ্করের, বললেন কেবল দুঃখ পেলে হবে না,…
এরপর পরাজিত হওয়ার পর বুধবার রাতে তাঁদের দোকানে ও বাড়িতে গিয়ে তৃণমূলের গুন্ডা বাহিনী নিয়ে ভাঙচুর চালায় পঞ্চায়েত সদস্য। চার জন কর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ। এমনকি আইএসএফ প্রার্থীর বাড়ির সামনে বোমা মারা হয় বলে অভিযোগ। খবর পেয়ে দেগঙ্গা থানার বিশাল বাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে। সমস্ত অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন তৃণমূল পঞ্চায়েত সদস কামরুজ্জামান।
(সব খবর , ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube)