‘এমন পরিবেশ তৈরি করতে হবে, ৩৫৫ লাগবেই’,শুভেন্দুর বক্তব্যের একটি ভিডিয়ো দেখিয়ে আক্রমণ কুণাল ঘোষের,রইলো ভিডিও

‘এমন পরিবেশ তৈরি করতে হবে, ৩৫৫ লাগবেই’,শুভেন্দুর বক্তব্যের একটি ভিডিয়ো দেখিয়ে আক্রমণ কুণাল ঘোষের,রইলো ভিডিও

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

‘এমন পরিবেশ তৈরি করতে হবে, ৩৫৫ লাগবেই’,শুভেন্দুর বক্তব্যের একটি ভিডিয়ো দেখিয়ে আক্রমণ কুণাল ঘোষের , বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্যের একটি অংশ নিয়ে জোর চর্চা চলছে রাজ্য রাজনীতিতে। তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন তাঁর টুইটার হ্যান্ডেলে একটি ভিডিয়ো পোস্ট করেছেন। তাতে ৩৫৫ ধারা প্রসঙ্গে কথা বলতে দেখা যাচ্ছে। ডেরেকের পোস্ট করা ওই ভিডিয়োয় শুভেন্দু অধিকারীকে বলতে শোনা যাচ্ছে, ‘পথই পথ দেখাবে। এমন পরিবেশ তৈরি করতে হবে, ৩৫৫ লাগবেই। এছাড়া কোনও পরিত্রাণ পশ্চিমবঙ্গের নেই। অনেক জিনিস করাতে হয়। কী করে করাতে হয়, আমি জানি।’ যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি সাইন টিভি 24X7 । তবে বিষয়টি নিয়ে ইতিমধ্যেই বিজেপিকে আক্রমণ করতে শুরু করে দিয়েছে তৃণমূল শিবির।

 

 

 

 

উল্লেখ্য, কিছুদিন আগেই বিধানসভার বিরোধী দলনেতা স্পষ্ট করে দিয়েছিলেন, রাজ্যে ৩৫৬ ধারা জারির মতো পরিস্থিতি থাকলেও, তিনি ৩৫৬ ধারার পক্ষপাতী নন। পরিবর্তে ৩৫৫ ধারা জারি করে যাতে তিন মাসের জন্য গ্রামাঞ্চলের থানাগুলিকে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার আওতায় রাখা হয়, সেই দাবি তুলেছিলেন তিনি। সঙ্গে এই জানিয়েছিলেন, গণতান্ত্রিক উপায়েই অর্থাৎ ভোটে জয়ের মাধ্যমেই বাংলায় পরিবর্তন আনতে চান তিনি।

 

 

আরও পড়ুন – বিজেপির হয়ে রাজ্যসভায় মনোনয়নপত্র জমা দিলেন অনন্ত মহারাজ,সঙ্গে কারা ছিলেন ?

 

 

 

 

 

 

 

রাজ্যের শাসক দলের মুখপাত্র কুণাল ঘোষ আজ বিকেলে সাংবাদিক বৈঠকেও এই ভিডিয়োর অংশটুকু শোনান। তৃণমূল মুখপাত্র বলেন, ‘শুভেন্দু বলছে কীভাবে ৩৫৫ জারির মতো পরিস্থিতি তৈরি করতে হয়!’ বিশেষ করে ‘পরিস্থিতি তৈরি করা’-র মতো শব্দবন্ধগুলির উপর জোর দেন কুণাল ঘোষ। তৃণমূল মুখপাত্রর দাবি, বিরোধী দলনেতার এই ধরনের মন্তব্য ‘হিংসা ও চক্রান্তকে’ প্রকাশ্যে আনছে। হাইকোর্ট যেন এই ভিডিয়োর প্রসঙ্গে স্বতঃপ্রণোদিত মামলা করে শুভেন্দুকে গ্রেফতার করে, সেই দাবিও তোলেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। তিনি বোঝাতে চাইলেন, এই ভিডিয়ো থেকে ইঙ্গিত মিলছে, যা কিছু অশান্তি হচ্ছে, তাতে ইন্ধন রয়েছে বিরোধী দলনেতার। কুণালের প্রশ্ন, ‘এই উস্কানিগুলির জন্য ব্যবস্থা হবে না কেন?’

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top