সততার নজির মুর্শিদাবাদে,গয়না ভর্তি ব্যাগ ফিরিয়ে দিয়ে নজির গড়লেন বাস কন্ডাক্টর,ব্যাগে রয়েছে প্রায় দেড় লাখ টাকার সোনার গয়না।সেই ব্যাগ রেখেই বাস থেকে নেমে যান এক যাত্রী।সেই ব্যাগ হাতে পেলে অনেকেরই লোভ জাগতে পারে।তবে মনুষ্যত্বের পরিচয় দিয়ে সেই ব্যাগ যাত্রীকে ফেরত দিল বাস কন্ডাকটর।ঘটনা মুর্শিদাবাদ জেলার বহরমপুরে।যাত্রীর হারিয়ে যাওয়া দেড় লাখ টাকার সোনার গয়না ফিরিয়ে দিয়ে নজির গড়লেন বাস কন্ডাক্টর।করিমপুর পানুটিয়া রুটের একটি বেসরকারি বাসে বহরমপুর থেকে কান্দি আসার জন্য চেপেছিলেন এক মহিলা।ওই মহিলার সঙ্গে ছিল প্রায় দেড় লাখ টাকা মূল্যের সোনার গয়না ভর্তি ব্যাগ।
বাসে রেখেই কান্দি বাসস্ট্যান্ডে নেমে যান ওই মহিলা,যাত্রী।বাড়ি গিয়ে ওই মহিলার খেয়াল পরে তার সঙ্গে ছিল গয়নার ব্যাগ।সেই ব্যাগটি তিনি বাস থেকে নামাননি।পরে কান্দি ট্রাফিক গার্ডে ঘটনার কথা জানান ওই মহিলা।পরে কান্দি ট্রাফিক ওসির তৎপরতায় এবং বাস কন্ডাক্টরের সততায় ফিরে পেলেন ১.৫ লাখ টাকা মূল্যের গয়নার ব্যাগ।বাস কন্ডাক্টরের এই সততাকে কুর্নিশ জানিয়েছেন বাস সিন্ডিকেটের সদস্যরাও।ব্যাগ ফিরে পেয়ে খুশি প্রকাশ করেন ওই মহিলা।
যদিও গোটা ঘটনায় খুশি ওই ব্যাগের মালিক এবং বাস যাত্রী।ওই মহিলা জানান,প্রথমে আমি একটি দুঃশ্চিন্তায় ছিলাম,যে আমি ব্যাগটা হয়তো আর ফেরত পাব না। ভয়ে পেয়ে গেছিলাম।ট্রাফিক পুলিশের তৎপরতা ব্যাগ ফিরে পেয়ে খুশি ওই মহিলা।বাসের চালক,কন্ডাক্টরদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।ঘটনাটির খবর স্থানীয় অঞ্চলে ছড়িয়ে পড়তেই বাস কন্ডাক্টরের এই ভূমিকার প্রশংসা জানিয়েছেন স্থানীয় বাসিন্দারাও।
বাস কন্ডাক্টর রাজু দে বলেন,’বাসে আমি একটি ব্যাগ খুঁজে পাই। সেই ব্যাগটি খুলে দেখি প্রচুর গয়না রয়েছে।আমাকে বাস স্ট্যান্ড থেকে ফোন করে ব্যাগটি রেখে দেওয়ার জন্য বলে।আমি ব্যাগটি সযত্নে রেখে দিই।’বৃহস্পতিবার সকালে ব্যাগের মালিকের কাছে সেটি ফেরত দেওয়া হয়।
আরও পড়ুন – ‘এমন পরিবেশ তৈরি করতে হবে, ৩৫৫ লাগবেই’,শুভেন্দুর বক্তব্যের একটি ভিডিয়ো দেখিয়ে আক্রমণ…
বিষয়টি নিয়ে খুশি বাস সিন্ডিকেট এর সদস্যরাও।কান্দি বাস সিন্ডিকেটের সম্পাদক সন্দীপ চক্রবর্তী বলেন,’দেখুন,আজকের দিনেও সততা বেঁচে রয়েছে।আমাদের বাসের সব চালক, কন্ডাকটরদের বলাই থাকে,কারও কিছু জিনিস পাওয়া গেলে সেটা পরে রেখে দিতে।কেউ পরে সেটা ফেরত চাইতে আসলে,সেটা তাঁর হাতে তুলে দেওয়া হয়।’