Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
দিল্লির বন্যায় জলমগ্ন লালকেল্লা

দিল্লির বন্যায় জলমগ্ন লালকেল্লা, নাজেহাল দিল্লিবাসী,দেখুন…..

দিল্লির বন্যায় জলমগ্ন লালকেল্লা, নাজেহাল দিল্লিবাসী,দেখুন…..

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

দিল্লির বন্যায় জলমগ্ন লালকেল্লা, নাজেহাল দিল্লিবাসী,দেখুন….. ন্যায় ভাসছে দেশের রাজধানী। একটানা বৃষ্টিতে ভয়াবহ অবস্থা হয়েছে যমুনা নদীর। সেখানকার জলস্তর বেড়ে প্লাবিত হয়েছে দিল্লির বিস্তীর্ণ এলাকা। ইতিমধ্যেই দিল্লি সরকার স্কুল, কলেজ, জল পরিশোধন কেন্দ্র বন্ধ করে দিয়েছে। যমুনার জল পৌঁছে গিয়েছে। সুপ্রিম কোর্টের কাছেও। সুপ্রিম কোর্টের আশপাশের রাস্তা রীতিমতো জলমগ্ন হয়ে পড়েছে। মামলা নয়, বন্যার জল গড়িয়ে পৌঁছে গেল সুপ্রিম দোরগোড়ায়। জানা গিয়েছে, সকাল ৬টায় যমুনার জলস্তর ছিল ২০৮.৪৬ মিটার। যা বৃহস্পতিবার রাতের থেকে একটু কম। বৃহস্পতিবার রাতে তা ছিল ২০৮.৬৬ মিটার। বেলা গড়ালে জলস্তর আর একটু কমবে বলে আশা প্রকাশ করা হয়েছে। তবে জলস্তর এখনও বিপদসীমার উপরেই বইছে বলে জানা গিয়েছে।

 

 

 

 

 

 

যমুনা জল ঢুকে দিল্লির বিভিন্ন জল পরিশোধন কেন্দ্র জলের তলায় চলে গিয়েছে। বেশ কয়েকটি প্ল্যান্ট ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে। এর জেরে পানীয় জল সরবরাহে সমস্যা তৈরি হয়েছে। অনেক অফিস তাঁদরে কর্মীদের বাড়ি থেকে কাজ করার পরামর্শ দিয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল জরুরি প্রয়োজন ছাড়া দিল্লিবাসীকে বাড়ি থেকে বেরতে নিষেধ করেছেন।

 

 

https://twitter.com/INCVivekSingh/status/1679691876851650560?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1679691876851650560%7Ctwgr%5E4d1b60a218af58e177e808d627a9107ad3c502a5%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Ftv9bangla.com%2Findia%2Fdelhi-flood-yamuna-water-reaches-near-supreme-court-remains-over-danger-mark-859389.html

 

 

বন্যা প্লাবিত দিল্লিতে ত্রুটি যুক্ত ইলেকট্রিক পোল থেকে বিদ্যুতের শক লাগার ঘটনাও ঘটেছে। এমনকি শবদাহ কেন্দ্র জলের তলায় চলে গিয়েছে। নিগমবোধ শ্মশান ঘাটে দাহ করতে যেতে নিষেধাজ্ঞা জারি হয়েছে। সব মিলিয়ে জলযন্ত্রণায় নাজেহাল দিল্লিবাসী।

 

 

আরও পড়ুন –  মোদীর ডিগ্রি বিতর্কে কেজরীওয়াল এবং সঞ্জয় সিংহকে গুজরাতের আদালতের হাজিরার নির্দেশ

 

https://twitter.com/airnewsalerts/status/1679471512750006272?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1679471512750006272%7Ctwgr%5E4d1b60a218af58e177e808d627a9107ad3c502a5%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Ftv9bangla.com%2Findia%2Fdelhi-flood-yamuna-water-reaches-near-supreme-court-remains-over-danger-mark-859389.html

 

দেশের শীর্ষ আদালত মধ্য দিল্লির তিলক মার্গ এলাকায় অবস্থিত। সুপ্রিম কোর্ট সংলগ্ন মথুরা রোড, ভগবান দাস রোড এলাকা এখন জলের তলায়। রাজঘাটও জলমগ্ন হয়ে পড়েছে। দিল্লির মুখ্যমন্ত্রী-সহ বিভিন্ন দফতরের অফিস এলাকাও জলমগ্ন। ইতিমধ্যেই ১৬ জুলাই অবধি সেখানকার সমস্ত স্কুল, কলেজ বন্ধ রাখার ঘোষণা হয়েছে। অত্যাবশ্যক নয়, এ রকম পরিষেবা বন্ধ রাখা হয়েছে। এমনকি মালবাহী গাড়ির চলাচলেও নিষেধাজ্ঞা জারি হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top