নন্দীগ্রামে আহত দলের ১১ কর্মীকে দেখতে এসএসকেএমে অভিষেক

নন্দীগ্রামে আহত দলের ১১ কর্মীকে দেখতে এসএসকেএমে অভিষেক

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নন্দীগ্রামে আহত দলের ১১ কর্মীকে দেখতে এসএসকেএমে অভিষেক, পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে ভোট পরবর্তী সংঘর্ষে জখম ১১ তৃণমূল কর্মীকে দেখতে এসএসকেএম (SSKM) হাসপাতালে গেলেন দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) । শুক্রবার বিকেল ৫টা নাগাদ এসএসকেএমে ঢোকেন অভিষেক। বেশ খানিক ক্ষণ আহত কর্মীদের সঙ্গে কাটান তিনি। তাঁদের শারীরিক পরিস্থিতির খোঁজখবর নেন। ট্রমা কেয়ার সেন্টারে আহতদের পরিবারের সঙ্গে কথা বলার পর অভিষেক যান উডবার্ন ব্লকে। সেখানেও এক তৃণমূল কর্মী চিকিৎসাধীন রয়েছেন বলে খবর।

 

 

 

 

 

 

 

বস্তুত, নন্দীগ্রাম-২ ব্লকে পঞ্চায়েত ভোটে তৃণমূলের থেকে এগিয়ে ছিল বিজেপি। অধিকাংশ গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের আসনটিও বিজেপির দখলে গিয়েছে। অন্য দিকে, নন্দীগ্রাম-১ ব্লক তৃণমূল দখল নিয়েছে। ২০২১ সালের বিধানসভা ভোটে বাংলার ভরকেন্দ্র ছিল নন্দীগ্রাম। কারণ, সেখানে বিজেপি প্রার্থী করে সদ্য তৃণমূলত্যাগী শুভেন্দু অধিকারীকে। তৃণমূলের তরফে প্রার্থী হন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। শেষ পর্যন্ত জয়ী হন শুভেন্দু। যদিও ভোটের গণনাপ্রক্রিয়া নিয়ে অভিযোগ করে আদালতে যায় তৃণমূল। সেই মামলা এখনও চলছে। সেই থেকে রাজনৈতিক ভাবে উত্তপ্ত নন্দীগ্রাম। পঞ্চায়েত ভোটেও বার বার দু’পক্ষের সংঘর্ষে উত্তপ্ত হয়েছে হলদি নদীর পাশের এই জনপদ। দুই পক্ষই একে অন্যের বিরুদ্ধে রাজনৈতিক হিংসার অভিযোগ করছে।

 

 

 

 

আরও পড়ুন –   কুন্তলের সেলের সামনে ২ সন্দেহভাজনের আনাগোণা!

 

 

 

 

 

গত বুধবার তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয় নন্দীগ্রাম-২ ব্লকের ভেকুটিয়া অঞ্চল। তৃণমূলের অভিযোগ, তাদের কর্মীদের উপর বিনা প্ররোচনায় হামলা চালায় বিজেপি। যদিও নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী-সহ বিজেপি নেতৃত্ব সেই অভিযোগ উড়িয়ে দেন। এর পর বৃহস্পতিবার মোট ১১ জন জখম তৃণমূল কর্মীকে এসএসকেএম হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে যখন আহতদের ভর্তি করানো হয়, তখন সেখানে ছিলেন রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক তথা নন্দীগ্রামের দায়িত্বপ্রাপ্ত নেতা কুণাল ঘোষ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top