আলঝাইমার্স ডিজিজে ট্যাটু ! চিনের এই ট্যাটু বানিয়ে জন্ম নিচ্ছে শয়ে শয়ে ‘গজনি’! বর্তমান বিশ্বে, আলঝাইমার্স ডিজিজ এক অন্যতম সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বয়সের সঙ্গে সঙ্গে স্মৃতি হারিয়ে যাওয়ার রোগে ভুগছেন বিশ্বের একটা বড় অংশের মানুষ। আমির খান অভিনিত ‘গজনি’ সিনেমাটি মনে আছে? মূল চরিত্রটির ‘শর্ট টার্ম মেমরি লস’-এর সমস্যা ছিল। একটু বাদে বাদেই সে ভুলে যেত। কোথায়, কী উদ্দেশ্যে এসেছে, মনে রাখতে পারত না। আর, এই সমস্যা থেকে মুক্তি পেতে সে এক অদ্ভুত উপায় বেছে নিয়েছিল। সারা গায়ে ট্যাটু করে সে প্রয়োজনীয় তথ্যাবলী লিখে রাখত। বর্তমান বিশ্বে, আলঝাইমার্স ডিজিজ এক অন্যতম সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বয়সের সঙ্গে সঙ্গে স্মৃতি হারিয়ে যাওয়ার রোগে ভুগছেন বিশ্বের একটা বড় অংশের মানুষ। আর এই মানুষদের সাহায্যার্থে প্রায় গজনি সিনেমার ওই চরিত্রটির উপায়ই বেছে নিয়েছে চিনের এক ট্যাটু পার্লার। আলঝাইমার্সের রোগীরা যদি স্মৃতি হারিয়ে নিখোঁজ হয়ে যান, সেই ক্ষেত্রে তাঁদের শনাক্ত করতে ওই রোগীদের শরীরে তাদের তথ্য ট্যাটু করে দিচ্ছে ট্যাটু পার্লারটি।
ট্যাটু পার্লারের মালিক ওয়ানরেন ঝাং জানিয়েছেন, তিনি তাঁর পেশাগত দক্ষতাকে কাজে লাগিয়ে সমাজের জন্য কিছু করতে চেয়েছিলেন। আর তা থেকেই এই অভিনব চিন্তা আসে তাঁর মাথায়। রোগীদের হাতে তিনি তাঁর পরিবারের তথ্য, তাঁদের ছেলে, মেয়ে বা অন্য কোনও অভিভাবকের ফোন নম্বর ট্যাটু করে দিচ্ছেন। ঝাং বলেছেন, “বহু রোগী এটা করতে আগ্রহ প্রকাশ করছেন। এর ফলে তাদের পরিবারের সদস্যদের চিন্তা দূর হয়েছে। তাদের হাতে ট্যাটু করে তাদের তথ্য লিখে দেওয়াটা নিষ্ঠুর মনে হতে পারে। কিন্তু, এর ফলে ওই রোগীদের পরিবারের সদস্যদের সঙ্গে অবিলম্বে যোগাযোগ করা যাচ্ছে।” বহু মানুষ ঝাং-এর এই ফদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁরা বলেছেন, কার্ড বা ব্যাজের মাধ্যমেও তাদের তথ্য লিখে দেওয়া যেত। তবে, সেগুলিও হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই অবস্থায়, ট্যাটুই হল শেষ অবলম্বন। কেউ কেউ বলেছেন, বিষয়টি অমানবিক মনে হলেও, হারিয়ে যাওয়ার ব্যথার তুলনায় তা কিছুই না।
আরও পড়ুন – কাটা আঙুলের বাক্স ‘উপহার’ পেলেন ফ্রান্সের প্রেসিডেন্ট!
জুনের শুরুতে চিনা সোশ্যাল মিডিয়ায় এই বিষয়টি জানিয়েছিলেন ওই ট্যাটু পার্লারটির মালিক, ওয়ানরেন ঝাং। তারপর থেকেই গোটা দেশে তাঁর এই অভিনব ভাবনার কথা ছড়িয়ে পড়েছে। ছড়িয়ে পড়ছে চিনের অন্যান্য জায়গায়। ৯ জুলাই, ট্যাটু পার্লারটি জানিয়েছে, শেনজেন এবং ডংগুয়ান প্রদেশে অবস্থিত তাদের তিনটি ট্যাটু স্টোরে আলঝাইমার্স রোগে আক্রান্ত বয়স্ক নাগরিকদের বিনামূল্যে ট্যাটু করে দেওয়া হবে। তারা বলেছে, “আলঝাইমার্স রোগে আক্রান্ত প্রবীণদের জন্য আমরা বিনামূল্যে স্থায়ী ট্যাটু করে দেব।” ঝাং জানিয়েছেন, তার সোশ্যাল মিডিয়া পোস্টটি ভাইরাল হওয়ার পর থেকে, তিনি বেশ কয়েকজন রোগীকে এই পরিষেবা দিয়েছেন।