কর্তৃপক্ষের অনুমতি ছাড়া মুখ খোলা যাবে না সংবাদমাধ্যমে, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির বিজ্ঞপ্তি ঘিরে শোরগোল। বিজ্ঞপ্তি জারি করে তীব্র বিতর্কের মুখে পড়লেন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি (Netaji Subhas Open University) কর্তৃপক্ষ। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিজ্ঞপ্তি জারি করে বলেছেন, বিশ্ববিদ্যালয়ের কোনও সদস্যই কর্তৃপক্ষ বিশেষ করে উপাচার্যের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুলতে পারবেন না। গত কয়েক মাস ধরে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির (Netaji Subhas Open University) নানা অচলাবস্থা নিয়ে বার বার সরব হয়েছেন সেখানকার শিক্ষক-শিক্ষাকর্মীরা। অনেকেই মনে করছেন, তাতে লাগাম পরানোর চেষ্টায় এই ধরনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যদিও এ ব্যাপারে কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। শিক্ষকদের অনেকেই এর বিরুদ্ধে সরব হয়েছেন।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) শিক্ষক সমিতি জুটার সাধারণ সম্পাদক পার্থপ্রতি রায়ের বক্তব্য, ‘এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং দাবি জানাচ্ছি এখনই এই অর্ডার প্রত্যাহার করা হোক। না হলে আমরা এই অর্ডার যাঁরা ইস্যু করেছেন তাঁদের বিরুদ্ধে তীব্র আন্দোলনে নামব।’ এর আগে অবশ্য একই ধরনের বিজ্ঞপ্তি প্রকাশ করে খুব বেশি দূর এগোতে পারেনি যাদবপুর ও রবীন্দ্র ভারতীর (Rabindra Bharati) মতো বিশ্ববিদ্যালয়। পাশাপাশি অনেকেই মনে করছেন মুক্ত চিন্তা ও বাক স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয়েছে। শিক্ষক সমাজও এর বিরুদ্ধে সরব।
আরও পড়ুন – আর্থিক অনিয়মের দায়ে ইডি-র হাতে গ্রেফতার ‘তৃণমূল ঘনিষ্ঠ’ ব্যবসায়ী কৌস্তুভ রায়
আরও পড়ুন – বিজেপির হয়ে ছত্তীসগঢ়ের ভোট প্রচারে অংশ নিতে যাবেন অর্জুন সিংহের পুত্র পবন…
সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের (Netaji Subhas Open University) রেজিস্ট্রার বিজ্ঞপ্তি জারি করে বলেছেন, বিশ্ববিদ্যালয়ের কোনও সদস্যই কর্তৃপক্ষ বিশেষ করে উপাচার্যের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুলতে পারবেন না। এমনই বিজ্ঞপ্তি জারি করে তীব্র বিতর্কের মুখে পড়লেন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি (Netaji Subhas Open University) কর্তৃপক্ষ।
(সব খবর , ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube )