নিজস্ব সংবাদদাতা, হুগলী, ১৬ই ডিসেম্বরঃ এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল হুগলীর কোন্নগরে। মত্ত অবস্থায় স্ত্রীকে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে পুলিস।
সুত্রের খবর কোন্নগরের ৮ নম্বর ওয়ার্ডের সিসি ঘোষাল লেনের বাসিন্দা ছিলেন পল্লবী মিত্র। শনিবার গভীর রাতে দোতলার ঘর থেকে পল্লবী মিত্রের মৃতদেহ উদ্ধার করে উত্তরপাড়া থানার পুলিস। পুলিস সুত্রে জানা গিয়েছে, ঘরের মেঝেতে রক্তের দাগ লেগেছিল। গৃহবধূর মাথায় আঘাতের চিহ্ন স্পষ্ট। অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় স্বামীর বিরুদ্ধেই খুনের অভিযোগ করেছে মৃতার বাপের বাড়ির পরিবার।