বেঙ্গলুরুতে এক মঞ্চে রাহুল-সনিয়া-মমতা, টুইট করে ক্ষোভ প্রকাশ কংগ্রেস নেতাদের, বৈঠক নিয়ে ক্ষুব্ধ এ রাজ্যের কংগ্রেস নেতৃত্বের একাংশ। ক্ষোভ প্রকাশ করে টুইট করেছেন কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচী, সুমন রায় চৌধুরী। টুইটে তাঁদের প্রশ্ন, “ভোটে ৮ কংগ্রেস কর্মীর মৃত্যু। তারপরেও কেন তৃণমূলের সঙ্গে বৈঠক?” তাঁদের মতে, দলের নীচু তলার কর্মীদের কাছে ভুল বার্তা যাচ্ছে এই বৈঠকে। হাইকম্যান্ডের কাছে তাঁদের আবেদন, “নিহত কর্মীদের পরিবারের কথা ভাবুন। তাঁদের আবেগের কথা ভাবুন।” রাহুল গান্ধীর কাছে আবেদন দুই নেতার।
নিজেদের সোশ্যাল মিডিয়া, সামাজিক মাধ্যমে পঞ্চায়েত হিংসার ছবি দিয়ে ঠিক এই বিষয়টিই তুলে ধরতে চেয়েছেন। কংগ্রেস নেতা সুমন রায় চৌধুরী নিজের সামাজিক মাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করেছেন। ঠিক পঞ্চায়েত নির্বাচনের আগেই একটি বিশেষ পোস্টের জন্য গ্রেফতার হয়েছিলেন কৌস্তভ। ছাড়া পাওয়ার পর মুন্ডন করে প্রতিজ্ঞা নিয়েছিলেন, মুখ্যমন্ত্রীর পদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অপসারণ করাবেন। এবারের নির্বাচনে একাধিক ক্ষেত্রে একা, বেশ কিছু ক্ষেত্রে বামেদের সঙ্গে জোটে লড়েছে কংগ্রেস। কিন্তু ব্যাপক সন্ত্রাসের শিকার হয়েছেন তাঁরা। কেবল মুর্শিদাবাদেই ‘খুন’ হয়েছেন ৮ কংগ্রেস কর্মীর। আর যেখানে বাংলায় শাসকের বিরুদ্ধে তাঁরা লড়ছেন, সেখানে হাইকম্যান্ড কীভাবে তৃণমূল সুপ্রিমোর সঙ্গে ডিনারে বসছেন!
আরও পড়ুন – ‘ভাল এবং ফলপ্রসূ বৈঠক’, মমতার কথা টুইট করল কংগ্রেস, কি বললেন তৃণমূল…
বেঙ্গালুরুতে মঙ্গলবার মেগা বৈঠক বিরোধী রাজনৈতিক দলগুলির। বৈঠকে রয়েছে ২৬ টি বিরোধী দল। সনিয়া, মমতা, কেজরিওয়াল, অখিলেশ, স্ট্যালিন, সীতারাম ইয়েচুরি-সহ প্রায় সব বিরোধী দলের সুপ্রিমোরাই হাজির রয়েছেন বৈঠকে। দীর্ঘ দুবছর পর সাক্ষাৎ হল সনিয়া গান্ধী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের। বেঙ্গালুরুর ওয়েস্ট এন্ড হোটেলে নৈশভোজের আগে একটি বৈঠকও হয়। সেখানে সোনিয়া গান্ধীর পাশেই বসতে দেখা যায় তৃণমূল সুপ্রিমোকে। দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ একান্তে কথাও হয়। দুজনের শারীরিক অবস্থা নিয়েও খোঁজ নেন দুজনে। লোকসভা ভোটের আগে মমতা-সোনিয়ার সমীকরণ গুরুত্বপূর্ণ বলে মত রাজনৈতিক মহলের।