‘নমামি গঙ্গে’ প্রকল্পের কাজ চলাকালীন ট্রান্সফরমার বিস্ফোরণ,মৃত্যু অন্তত ১৫ জনের

‘নমামি গঙ্গে’ প্রকল্পের কাজ চলাকালীন ট্রান্সফরমার বিস্ফোরণ,মৃত্যু অন্তত ১৫ জনের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

‘নমামি গঙ্গে’ প্রকল্পের কাজ চলাকালীন ট্রান্সফরমার বিস্ফোরণ,মৃত্যু অন্তত ১৫ জনের ,অলকানন্দা নদীর তীরে ট্রান্সফরমার বিস্ফোরণ। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল অন্তত ১৫ জনের। যার মধ্যে ৪ জন পুলিশ সদস্যও রয়েছেন। মর্মান্তিক ঘটনা উত্তরাখণ্ডের চামোলি জেলায়। সংবাদ সংস্থা এএনআই-এর প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে ‘নমামি গঙ্গে’ প্রকল্প এলাকায়। প্রাথমিকভাবে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। চামোলির পুলিশ সুপার পরমেন্দ্র ডোভাল প্রথমে জানিয়েছিলেন, “চামোলি জেলায় অলকানন্দা নদীর তীরে একটি ট্রান্সফরমার বিস্ফোরণে দশজনের মৃত্যু হয়েছে। বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।” পরে হাসপাতালে চিকিৎসা চলাকালীন আরও ৫ জনের মৃত্যু হয়।

 

 

 

 

 

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামি এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি ঘটনাস্থলে যেতে পারেন। মুখ্যমন্ত্রী বলেছেন, ‘‘ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। উদ্ধারকাজ চলছে। আহতদের হেলিকপ্টারে করে হৃষীকেশ এমসে স্থানান্তরিত করা হচ্ছে। আমি তদন্তের নির্দেশ দিয়েছি।’’

 

 

 

 

উত্তরাখণ্ড পুলিশের অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, ‘‘পুলিশের এক সাব-ইনস্পেক্টর এবং পাঁচ জন হোম গার্ড-সহ ১৫ জন মারা গিয়েছেন। তদন্ত চলছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ঘটনাস্থলের একটি লোহার রেলিং বিদ্যুতের সংস্পর্শে আসায় এই দুর্ঘটনা। তবে তদন্তের পর বিষয়টি বিস্তারিত ভাবে জানা যাবে।’’

 

 

 

পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ট্রান্সফর্মার বিস্ফোরণের কারণে অলকানন্দা নদীর উপর একটি সেতুর রেলিং বিদ্যুতের সংস্পর্শে এসেছিল। সেই সেতুতেই ছিলেন অনেকে। বিদ্যুৎবাহী রেলিংয়ের সংস্পর্শে এসে তাঁরাই বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই অনেকের মৃত্যু হয়।

 

 

আরও পড়ুন –   সচিনই পাকিস্তানে সীমার কাছে যেতে চেয়েছিলেন, কিন্তু প্রেমিকের হাতের ট্যাটু দেখে নিষেধ…

 

 

 

 

উত্তরাখণ্ডের চামোলি জেলায় মঙ্গলবার গভীর রাতে ‘নমামি গঙ্গে’ প্রকল্পের কাজ চলাকালীন দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং উদ্ধারকারী দল। উদ্ধারকাজ চলছে। চামোলি পুলিশের এসপি পরমেন্দ্র ডোভাল জানিয়েছেন, আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তবে তাঁদের অবস্থা আশঙ্কাজনক।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top