কুন্তলের শারীরিক নির্যাতন মামলায় নাম জড়িয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, হাইকোর্টে রিপোর্ট জমা সিবিআই-এর, সিবিআই (CBI) সূত্রে জানা গিয়েছে, অভিযোগের সত্যতা জানতে কুন্তলের (Kuntal Ghosh) পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করেছিল কেন্দ্রীয় সংস্থা।কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছিলেন নিয়োগ দুর্নীতি মামলার অন্যতম অভিযুক্ত কুন্তল ঘোষ (Kuntal Ghosh) । সেই অভিযোগের জল গড়ায় অনেক দূর। সেই মামলার সূত্র ধরেই তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও (Abhishek Banerjee) তলব করেছিল কেন্দ্রীয় সংস্থা সিবিআই (CBI)। সেই অভিযোগ নিয়ে রিপোর্ট জমা পড়েছে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। সিবিআই (CBI) সূত্রের খবর, অভিযোগ জানালেও কারও কাছেই শারীরিক নির্যাতনের কথা বলেননি কুন্তল (Kuntal Ghosh)।
সিবিআই (CBI) সূত্রে জানা গিয়েছে, অভিযোগের সত্যতা জানতে কুন্তলের (Kuntal Ghosh) পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করেছিল কেন্দ্রীয় সংস্থা। একইসঙ্গে সংশোধনাগারের অন্যান্য বন্দিদের সঙ্গেও কথা বলা হয়েছিল। রিপোর্টে সেই বিষয়টি উল্লেখ করা হয়েছে। সিবিআই (CBI) সূত্রে খবর, কারও কাছেই নির্যাতনের কথা বা শারীরিক সমস্যার কথা জানাননি কুন্তল (Kuntal Ghosh)। প্রত্যেকের বয়ানও উল্লেখ করা হয়েছে সেই রিপোর্টে।
আরও পড়ুন – অভিষেকের নাম উল্লেখ করে হাইকোর্টে দ্বারস্থ নন্দীগ্রামের জয়ী বিজেপি প্রার্থীরা
আরও পড়ুন – পাক সেনার উর্দি পরে ছবি, সীমা আসলে কে? সাধারণ পাক বধূ না…
অভিযুক্ত তথা তৃণমূলের প্রাক্তন যুবনেতা কুন্তল ঘোষ(Kuntal Ghosh) দাবি করেছিলেন, জেলে জেরার নামে তাঁকে শারীরিক নির্যাতন করা হয়। অভিষেকের (Abhishek Banerjee) নাম বলতে তাঁকে চাপ দেওয়া হচ্ছিল বলেও অভিযোগ করেছিলেন কুন্তল। পুলিশকে (Police) অভিযোগ জানানোর পাশাপাশি নিম্ন আদালতের বিচারককে চিঠিও দিয়েছিলেন তিনি। সেই সংক্রান্ত মামলা হাইকোর্টে (Calcutta High Court) গড়ায়। প্রথমে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ে (Abhijeet Gangopadhay) এজলাসে ছিল সেই মামলা। পরে বেঞ্চ বদল হয়ে মামলা যায় বিচারপতি অমৃতা সিনহার (Amrita Sinha) এজলাসে।
(সব খবর , ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube )