ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থী মুখ কি মমতা? শতাব্দী রায়ের মন্তব্যে জল্পনা , প্রধানমন্ত্রিত্বের দৌড়ে নেই কংগ্রেস। বিরোধী বৈঠক শেষে বেঙ্গালুরুতে সাফ জানিয়েছিলেন দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে। ফলে স্বাভাবিক ভাবেই রাহুল গান্ধী প্রধানমন্ত্রী পদপ্রার্থী হচ্ছেন না বলেই মনে করছে অধিকাংশ মহল। আর এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রীর কুর্সিতে দেখার ইচ্ছেপ্রকাশ করলেন তাঁরই দলের সাংসদ। প্রধানমন্ত্রী মুখ হিসেবে বিরোধী জোট কি তবে বাংলার মুখ্যমন্ত্রীকেই বেছে নেবে? জল্পনা উস্কে দিলেন শতাব্দী রায়।
সূত্রের খবর,এই ১১ সদস্যের কমিটির আহ্বায়ক হিসেবে প্রস্তাব করা হতে পারে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নাম। মল্লিকার্জুন খাড়গের কথায়,নেতা বেছে নেওয়া একটি সামান্য বিষয়। NDA শিবিরের তরফে উড়ে এসেছে কটাক্ষ।একজন প্রধানমন্ত্রী পদপ্রার্থী মুখ বাছা নিয়ে অশান্তি তৈরি হবে ইন্ডিয়া শিবিরে। মনে করছে গেরুয়া শিবির।
বেঙ্গালুরুতে দু’দিন ব্যাপী বিরোধী জোটের বৈঠক অনুষ্ঠিত হল। নৈশভোজের আয়োজন করেছিলেন সোনিয়া গান্ধী।উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।দু’বছর পর তিনি সোনিয়া গান্ধীর মুখোমুখি হন।দীর্ঘক্ষণ তাঁদের একান্ত আলাপচারিতায় দেখা যায়।
বিরোধী মেগাজোট ইন্ডিয়ার মুখ কে হবে,এই নিয়ে নানা জল্পনা শুরু হয়ে গিয়েছে।ইতিমধ্যেই একাধিক নাম ভেসে আসছে।রাহুল গান্ধী শেষ পর্যন্ত প্রধানমন্ত্রিত্বের দৌড়ে সামিল না হলে কি তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম প্রস্তাব করা হতে পারে?অন্তত তাঁর দলের নেতা-নেত্রীরা তেমনটাই চাইছেন।বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায় বলেন,”আমরা তো চাইবই আমাদের দিদি,আমাদের মুখ্যমন্ত্রী, প্রথম বাঙালি মহিলা হিসেবে প্রধানমন্ত্রীর কুর্সিতে বসুক। এরপর কী সিদ্ধান্ত হয়,সেটা পরের ব্যাপার। কিন্তু,চাইতে তো ক্ষতি নেই। আমরা চাই প্রধানমন্ত্রী মুখ হোক মমতা বন্দ্যোপাধ্যায়ই।”
আরও পড়ুন – বিজেপির ‘সরকার পড়ে যাবে’ মন্তব্যের পাল্টা জবাবে কটাক্ষ মমতার
Birbhum, West Bengal | When asked on media reports that say, "Congress is not in the race of be Prime Ministerial face", TMC MP Shatabdi Roy says, "Then we would like Mamata Banerjee to be." (18.07) pic.twitter.com/Jg0izE2hYc
— ANI (@ANI) July 19, 2023
কার নেতৃত্বে ২৪-এর নির্বাচনে লড়াই করবে এই ইন্ডিয়া জোট? নরেন্দ্র মোদীকে শেয়ানে শেয়ানে টক্কর দিতে কার নাম প্রস্তাব করা হতে পারে?এই নিয়ে জল্পনার মাঝেই বেঙ্গালুরুতে জবাব দেন মল্লিকার্জুন খাড়গে।তিনি বলেন,”আমাদের বিরোধী ফ্রন্টের তৃতীয় বৈঠকটি অনুষ্ঠিত হবে মুম্বইতে।সেই বৈঠকে প্রথমে ১১ সদস্যের একটি কোঅর্ডিনেশন কমিটি গঠন করা হবে।তাঁরা নির্বাচন সংক্রান্ত সমস্ত প্রক্রিয়া নির্ধারণ করবে।এরপর তাঁদের মধ্যে থেকে একজন আহ্বায়ক বেছে নেওয়া হবে।ওই কমিটিই নির্ধারণ করবে প্রধানমন্ত্রী পদপ্রার্থী কে হবেন বা এই ইন্ডিয়া জোটকে কে নেতৃত্ব দেবেন।”