‘কাঁদার জন্য প্রস্তুত হোন’, দর্শকদের বার্তা বিবেক অগ্নিহোত্রীর! রইলো ভিডিও …

‘কাঁদার জন্য প্রস্তুত হোন’, দর্শকদের বার্তা বিবেক অগ্নিহোত্রীর! রইলো ভিডিও …

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

‘কাঁদার জন্য প্রস্তুত হোন’, দর্শকদের বার্তা বিবেক অগ্নিহোত্রীর! গত বছর বলিউডে মুক্তিপ্রাপ্ত অজস্র ছবির মধ্যে বিতর্কেক নিরিখে ‘দ্য কাশ্মীর ফাইল্‌স’ অন্যতম। ছবিটি সিনেমা ব্যবসা বিশেষজ্ঞদের যাবতীয় অনুমান তছনছ করে দিয়েছিল। দেশের বক্স অফিসে ছবিটি প্রায় ২৫০ কোটি টাকার ব্যবসা করেছিল। এই ছবিকে ঘিরে একাধিক বিতর্ক ঘনীভূত হয়েছিল। ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রীর দিকেও উঠেছিল অভিযোগের তির। এমনকি, ছবির গায়ে সেঁটে দেওয়া হয়েছিল ‘প্রোপাগান্ডা ফিল্ম’-এর তক

 

 

 

 

 

 

 

মুক্তির আগে থেকেই বিনোদনের গণ্ডি পেরিয়ে ‘দ্য কাশ্মীর ফাইল্‌স’ রাজনীতির আঙিনায় জায়গা করে নিয়েছিল প্রথম থেকেই। কারণ, এই ছবির অন্যতম প্রধান উপাদান রাজনীতি। নব্বইয়ের দশকে উপত্যকা থেকে সংখ্যালঘু কাশ্মীরি পণ্ডিতদের বিতাড়নের ঘটনাকে তুলে ধরা হয়েছে ‘দ্য কাশ্মীর ফাইল্‌স’ ছবিতে।

 

 

 

 

এই মুহূর্তে বিবেক ‘দ্য ভ্যাকসিন ওয়ার’ ছবিটির শুটিংয়ে ব্যস্ত। ছবিতে অনুপম খের, নানা পাটেকর, রাইমা সেন রয়েছেন। প্রথমে নির্মাতারা ছবিটি স্বাধীনতা দিবসে রিলিজ় করতে চেয়েছিলেন। কিন্তু পরে জানা যায়, ছবিটি দশেরার সময় মুক্তি পাবে।

 

 

 

আরও পড়ুন – ‘জওয়ান’-এ ‘বেকরার করকে হমে…’-তে নাচতে দেখা গেল শাহরুখ খানকে,কিন্তু এই গানের কোরিওগ্রাফার…

 

 

 

 

 

এ বার যাবতীয় অভিযোগের পাল্টা উত্তর দিতে নির্মাতারা নতুন একটি ডকু সিরিজ় প্রকাশের সিদ্ধান্ত নিয়েছেন। নাম ‘দ্য কাশ্মীর ফাইল্‌স আনরিপোর্টেড’। বুধবার সমাজমাধ্যমে এই খবর জানান বিবেক। পাশাপাশি একটি টিজ়ারও প্রকাশ্যে এনেছেন পরিচালক। সঙ্গে লিখছেন, ‘‘গণহত্যায় অবিশ্বাসী, সন্ত্রাসের সমর্থক এবং ভারতের শত্রুদের সিংহভাগ ‘দ্য কাশ্মীর ফাইল্‌স’-এর বিরোধিতা করেছিল। এ বার আপনাদের সামনে নিয়ে আসছি কাশ্মীরে গণহত্যার নেপথ্যে লুকিয়ে থাকা অপ্রিয় সত্যকে। কাঁদার জন্য প্রস্তুত থাকুন।’’ টিজ়ার থেকে আন্দাজ পাওয়া যাচ্ছে, কাশ্মীরে আক্রান্তদের পরিবারের ব্যক্তিগত অভিজ্ঞতাকে এই সিরিজ়ে তুলে ধরবেন পরিচালক। তবে সিরিজ়টির মুক্তির তারিখ এখনও ঘোষণা করেননি বিবেক।

 

(সব খবর ,ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube )

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top