পাঠান ছবির পথে এবার জওয়ান? ‘জওয়ান’-এই দেখা মিলবে ‘টাইগার’-এর ? শাহরুখ খান ও সলমন খানের সমীকরণ নিয়ে গত এক বছর ধরেই চর্চা তুঙ্গে। দুই খান একে অপরের সঙ্গে যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন, বক্স অফিস কালেকশন বাড়াতে একে অপরের ভক্তদের দলে টানার কৌশল নিয়েছেন, তা এক কথায় বলতে গেলে প্রশংসাও কুড়োচ্ছে ভক্তদের। পাঠান ছবি থেকেই তার প্রমাণ মিলেছে হাতেনাতে। পাঠান ছবির সঙ্গেই প্রকাশ্যে এসেছিল কিসি কি ভাই কিসি কি জান ছবির টিজ়ার। ছবির শেষেই দেখা মিলছিল সলমন খানের টিজ়ার। ফলে ভাইজানের টিজ়ার দেখতে অধিকাংশ সলমন ভক্তই কেটে ফেলেছিলেন পাঠান ছবির টিকিট। কারণ ছবিতেও উপস্থিত ছিলেন টাইগার রূপে সলমন খান। এবারও সেই একই পথে হাঁটছেন দুই সুপারস্টার।
বলিউড সূত্রে খবর শাহরুখ খান নাকি টাইগার থ্রি ছবির জন্য এক টাকাও পারিশ্রমিক নেননি। আর এবার চমক অপেক্ষায় জওয়ান ছবিতে। এই ছবিতেই দেখা মিলবে টাইগার থ্রির। খবর প্রকাশ্যে আসতেই পুনরায় সলমন ভক্তদের মনে কৌতুহল সৃষ্টি করল শাহরুখ খানের জওয়ান ছবি। ইতিমধ্যেই একে একে প্রকাশ্যে এসেছে ছবিতে থাকা বিভিন্ন চরিত্রের লুক। ৭ সেপ্টেম্বর মুক্তি পাবে এই ছবি। তখনই প্রকাশ্যে আসতে চলেছে টাইগার থ্রির প্রথম টিজ়ার ক্লিপিং।
আরও পড়ুন – শহরের পাঁচতারায় আজ হাজির আলিয়া ভাট, কলকাতায় এসে সবটা জানালেন আলিয়া?
তবে এবার শোনা যাচ্ছে জওয়ান ছবির সঙ্গে মুক্তি পাবে টাইগার থ্রি ছবির টিজ়ার। যদিও শাহরুখ খানের এই ছবিতে থাকছেন না সলমন খান। তবে টাইগার থ্রি ছবিতে দেখা যাবে শাহরুখ খানকে। এই খবর গত এক বছর ধরেই ভাইরাল। এমন কী পাঠান ছবিতে সলমন খানকে বলতে শোনা যায়, তাঁর পাঠানকে প্রয়োজন পড়বে, আর পাঠান শাহরুখও কথা দিয়েছিলেন, তিনি প্রয়োজনে টাইগারের পাশে থাকবেন। এই জুটির শুটিং ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। টানা ১৫ দিন শুট করেছেন শাহরুখ খান। সলমন খানের জন্য।