রক্ষাকবচ উঠতেই শুভেন্দু অধিকারীর নামে এফআইআর দায়ের। কয়েকদিন আগেই শুভেন্দুর (Suvendu Adhikari) রক্ষাকবচ তুলে নিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। গত বৃহস্পতিবার দেওয়া হয়েছে এই নির্দেশ। সাফ বলা হয়েছে বিরোধী দলনেতার (Suvendu Adhikari) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে আর আদালতের অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। তবে তাঁকে হেনস্থা করার জন্য অযথা যাতে কোনও এফআইআর (FIR) না করা হয় সে কথাও মনে করিয়ে দেন বিচারপতি।
শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নামে এফআইআর (FIR) দায়ের। মামলা রুজু করেছে পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur) জেলার মোহনপুর থানার পুলিশ। প্রসঙ্গত, ২০২২ সালে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি রাজাশেখর মান্থার একক বেঞ্চ থেকে রক্ষাকবচ পেয়েছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর বিরুদ্ধে হওয়া ২৬টি এফআইআরে স্থগিতাদেশ দিয়েছিল রাজ্যের শীর্ষ আদালত। পাশাপাশি তাঁর বিরুদ্ধে তারপর থেকে কোনও এফআইআর করতে গেলে আদালতের অনুমতি লাগবে, দেওয়া হয়েছিল এই নির্দেশ। ফলে আদালতের অনুমতি ছাড়া আরও কোনও FIR করা যাচ্ছিল না শুভেন্দুর বিরুদ্ধে।
সূত্রের খবর, মোহনপুর থানায় যে এফআইআর দায়ের হয়েছে তার নম্বর ১৮৬। ভারতীয় দণ্ডবিধির ২০৯, ১২০ বি, ১৫৩, ১৫৩এ, ১৭১ এফ, ১৭১ জি, ৩৫৩, ৫০৫(১), ৫০৫(২) ধারায় শুভেন্দুর নামে মামলা রুজু হয়েছে। সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনের দিন মোহনপুর থানার রামপুরা এলাকায় ব্যালট বাক্স পুকুরের জলে ফেলে দেওয়ার ঘটনা ঘটেছিল। তাতেই প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠেছে শুভেন্দুর নামে। সে কারণেই এই মামলা বলে জানা গিয়েছে।
আরও পড়ুন – মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের নিরাপত্তা উপদেষ্টা হলেন এক প্রাক্তন সিবিআই কর্তা
কয়েকদিন আগেই এই রক্ষাকবচ তুলে নিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। এদিকে এই নির্দেশের পাঁচ দিনের মাথায় তাঁর নামে মামলা রুজু হতেই তা নিয়ে জোর চর্চা শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে।