স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক শেষে কলকাতায় ফিরে কি বললেন শুভেন্দু?

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক শেষে কলকাতায় ফিরে কি বললেন শুভেন্দু?

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক শেষে কলকাতায় ফিরে কি বললেন শুভেন্দু?মঙ্গলবার গভীর রাত পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেছেন BJP-র রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।আর বৈঠক শেষে এদিন দুপুরে শুভেন্দু ফিরলেন কলকাতাতে। কলকাতা বিমানবন্দরে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন,’বৈঠক নিয়ে কিছুই আপনাদের বলার জন্য নয়।আপনারা বৈঠকের ছবিও পাবেন না।বৈঠকে যা হয়েছে পশ্চিমবঙ্গের ভালোর জন্যই হয়েছে।পশ্চিমবঙ্গকে পরিত্রাণ দেওয়ার জন্যই, সবাই মিলে আমরা চেষ্টা করছি,পশ্চিমবঙ্গের মানুষ পরিত্রাণ পাবেন।’

 

 

 

 

 

 

 

এছাড়াও তিনি পঞ্চায়েত নির্বাচন নিয়ে আদালতের রায়ের প্রেক্ষিতে বলেন,’রাজ্য নির্বাচন কমিশন মানে রাজীব সিনহা।উনিতো মমতা বন্দ্যোপাধ্যায়ের পোষ্য।মমতা বন্দ্যোপাধ্যায়ের লিখে দেওয়া হলফনামা দাখিল করবে এবং বিরোধী দলনেতা বাস্তবের উপর দাঁড়িয়ে থাকা অভিযোগ খণ্ডন করবে।চ্যানেলগুলো তো দেখিয়েছে সিভিক ভলান্টিয়ার দিয়ে ভোট করানো হয়েছে।আর মমতা বন্দ্যোপাধ্যায়ের পোষ্য রাজীবা সিনহা একজন মাতাল।তাঁর অভিযোগ মিথ্যা।’

 

 

 

 

 

পূর্ব বর্ধমান জেলার প্রাথমিক শিক্ষা পরিষদের চেয়ারম্যানকে ছুটিতে পাঠানোর নির্দেশ প্রসঙ্গে শুভেন্দু বলেন,’সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আমি আমার রাজনৈতিক পরিচয় বাদ দিয়ে বারে বারে বলি,তিনি আর একজন সমাজ সংস্কারক হিসেবে আবির্ভূত হয়েছেন।অনেক বাধা-বিপত্তি ব্যক্তিগত আক্রমণের পরেও তাঁর ক্ষমতার মধ্যে থেকে দাঁড়িয়ে যেভাবে পশ্চিমবঙ্গের বেকার যুবক-যুবতীদের আশার আলো দেখানোর চেষ্টা করছেন।প্রায় দেড় বছরের বেশি সময় ধরে লড়ে যাচ্ছেন।বিচার ব্যবস্থার মধ্যে দিয়ে উনি আমার ও সকলের কাছে প্রণম্ম এবং শ্রদ্ধার জায়গাটা তৈরি করে ফেলেছেন।রাজনৈতিক পরিচয় নয় বাংলার একজন সচেতন নাগরিক হিসেবে এটা আমার মনে হয়।’

 

 

আরও পড়ুন –  মুসলিম জনসংখ্যা সম্পর্কিত প্রশ্নের উত্তর দিল কেন্দ্র, কোন বিষয় উল্লেখ করলেন ?

 

 

মানিক ভট্টাচার্যের CBI-এর প্রশ্নের উত্তর এড়িয়ে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন,’তাঁর পলিগ্রাফ টেস্ট করা উচিত।’তিনি আরও বলেন,’আমরা পশ্চিমবঙ্গে নারী নির্যাতন সামগ্রিকভাবে আইন-শৃঙ্খলা যেটা আগামিকাল বিধানসভায় ব্যাপকভাবে তুলে ধরব। আগামিকালই বিধানসভায় অ্যাডজোনমেন্ট মোশন আনব। আমাদের বিধায়করা এবং আমি নিজে থাকব।স্পিকার বাধা দেবেন আমরা জানি সাব জুডিস বলে।অতএব অধ্যক্ষ কি বলতে পারেন সেটা আমরা আগাম জানি।বিক্ষোভ হবে এবং নারী সুরক্ষার দাবিতে এবং নির্যাতনের প্রতিবাদে এই যে মহিলা মোর্চার অবস্থান, সেখানে কালকে বিকেলে আমি শ্যামবাজার পাঁচমাথা মোড়ে উপস্থিত থাকব।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top