ভারতীয় সেনায় পাক নাগরিক! মামলায় ফিরে দায়ের করার আর্জি জানাল সিবিআই

ভারতীয় সেনায় পাক নাগরিক! মামলায় ফিরে দায়ের করার আর্জি জানাল সিবিআই

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

ভারতীয় সেনায় পাক নাগরিক! মামলায় ফিরে দায়ের করার আর্জি জানাল সিবিআই। ভারতীয় সেনাবাহিনীতে পাক নাগরিকদের চাকরি পাইয়ে দেওয়ার চেষ্টা চলছে। এই অভিযোগেই মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) । সেই মামলায় এফআইআর (FIR) দায়ের করার আর্জি জানাল কেন্দ্রীয় সংস্থা সিবিআই (CBI)। বুধবার বিচারপতি জয় সেনগুপ্তের (Jay Sengupta) এজলাসে ছিল সেই মামলার শুনানি। মামলাকারী দাবি করেছিলেন ব্যারাকপুরে সেনাবাহিনীর ক্যাম্পে কাজও করছেন দুই পাক নাগরিক। আদালতের নির্দেশ মতো সেই মামলায় ইতিমধ্যেই অনুসন্ধান করেছে সিবিআই। এবার এফআইআর (FIR) করে তদন্ত করে চায় তারা। মামলাকারী দাবি করেছিলেন, এই পাক নাগরিকদের চাকরি দেওয়ার ক্ষেত্রে যুক্ত রয়েছে একটি বড় চক্র।

 

 

 

 

 

 

মামলাকারী দাবি করেছিলেন, এই পাক নাগরিকদের চাকরি দেওয়ার ক্ষেত্রে যুক্ত রয়েছে একটি বড় চক্র। রাজ্যের পুলিশ (State Police) , ভিন রাজ্যের পুলিশ, সেনাবাহিনীতে কর্মরত আধিকারিক এবং প্রভাবশালী ব্যক্তিরা সে চক্রের সঙ্গে যুক্ত আছেন বলে অভিযোগ। জাল আবাসিক শংসাপত্র, জাতিগত শংসাপত্র বানিয়ে পাক নাগরিকেরা ভারতীয় সেনাবাহিনীতে প্রবেশ করার চেষ্টা করছেন বলেই দাবি করা হয়েছে। সিবিআই (CBI) ও মিলিটারি পুলিশকে পার্টি করা হয়েছিল এই মামলায়।

 

 

 

 

আরও পড়ুন –   ভাঙড়কে কলকাতা পুলিশের আওতায় আনার নির্দেশ মুখ্যমন্ত্রীর,

 

 

আরও পড়ুন –   মুসলিম জনসংখ্যা সম্পর্কিত প্রশ্নের উত্তর দিল কেন্দ্র, কোন বিষয় উল্লেখ করলেন ?

 

আগামী সোমবার সিবিআই (CBI)-কে তাদের অনুসন্ধান রিপোর্ট আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। মামলাটি করেছিলেন বিষ্ণু চৌধুরী নামে জনৈক ব্যক্তি। এদিন তিনি আদালতে জানান, তাঁকে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে। প্রাণনাশের আশঙ্কা প্রকাশ করেন তিনি। আদালত নির্দেশ দিয়েছে, মামলাকারীকে বৃহস্পতিবারের মধ্যে নিরাপত্তার আবেদন করতে হবে হুগলির পুলিশ সুপারের কাছে। দু দিনের মধ্যে নিরাপত্তার আবেদন নিয়ে বিবেচনা করতে বলা হয়েছে এসপি(SP)-কে।

 

(সব খবর , ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন Fcaebook পেজ এবং Youtube )

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top