নিজস্ব সংবাদদাতা, আসানসোল, ১৮ই ডিসেম্বরঃ আসানসোলের কুলটিতে ভয়সন্ধ্যায় আবারও শুটআউট। ঘটনাস্থলে মৃত ব্যক্তির দেহ মিলল ঘটনার প্রায় ১৫ ঘণ্টা পর।
সোমবার সন্ধ্যায় কুলটির চিনাকুড়ি ২ নম্বর এলাকায় ফের শুটআউটের ঘটনা ঘটে । এক বাইক আরোহীকে অনুসরণ করছিল কয়েক জন যুবক। চিনাকুড়ি এলাকাতেই বাইকটিকে ঘিরে ফেলে তারা। এরপরই বাইক থামিয়ে ওই যুবককে খুব কাছ থেকে গুলি করা হয়। তারপরই রক্তাক্ত ওই যুবককে নিয়ে এলাকা থেকে চম্পট দেয় তারা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ, কিন্তু গুলিবিদ্ধ যুবকের কোন খোঁজ পাওয়া যায়নি। পরে প্রায় ১৫ ঘন্টা পরে মঙ্গলবার সকালে চিনাকুড়ির পাশের গ্রাম ভালাডি থেকে এক যুবকের দেহ উদ্ধার হয়। ময়নাতদন্তের জন্য দেহটি আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এলাকায় পুলিস মোতায়েন রয়েছে।