লোকসভায় মমতাকে চ্যালেঞ্জ শুভেন্দু, কি বললেন বিরোধী দলনেতা ?

লোকসভায় মমতাকে চ্যালেঞ্জ শুভেন্দু, কি বললেন বিরোধী দলনেতা ?

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
রেশন কান্ডে এবার ইডির ডিরেক্টরের কাছে মমতার ভুমিকা খতিয়ে দেখার আর্জি জানালেন শুভেন্দু

লোকসভায় মমতাকে চ্যালেঞ্জ শুভেন্দু, কি বললেন বিরোধী দলনেতা ? বিধানসভার অধিবেশনে বক্তব্য রাখার সময় বিজেপিকে খোঁচা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছেন, ‘আপনারা আছেন আর ছ’মাস আছেন।’ আগামী বছরেই লোকসভা নির্বাচন, সেই প্রেক্ষিতে মমতার এই খোঁচায় পাল্টা দিয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। আসন্ন লোকসভা নির্বাচনে মমতাকে ভোটে দাঁড়ানোর চ্যালেঞ্জ ছুড়ে দিলেন শুভেন্দু। এই বিষয়ে পরে শুভেন্দুকে প্রশ্ন করা হলে বলেন, ‘দম থাকলে পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদের আসনগুলি পুনর্গণনা করে দিন না। বড় বড় কথা বলছেন উনি। ২০১৪ সাল থেকে হারছেন। মিত্র ইনস্টিটিউশনে নিজে হেরেছেন তো। কেন্দ্রীয় পুলিশ থাকলেই হারছেন। আবার আগামী বছরে হারবেন। মিত্র ইনস্টিটিউশনে হারবেন, ওনার নিজের বুথে হারাব।’

 

 

 

 

 

 

 

উল্লেখ্য, বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় তুমুল হইচই বেঁধে গিয়েছিল। আজ ছিল বিধানসভার অধিবেশনে এক হেভিওয়েটে ভরপুর দিন। মুলতুবি প্রস্তাবে বক্তার তালিকায় একদিকে মমতা বন্দ্যোপাধ্য়ায় ও অন্যদিকে শুভেন্দু অধিকারী। বিধানসভার ভিতরেও রাজ্য সরকারকে একদফা তুলোধনা করেন শুভেন্দু। বিভিন্ন ইস্যুতে আক্রমণ শানান। অন্যদিকে মমতাও তাঁর বক্তব্যে বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের ফলাফলের প্রসঙ্গ তুলে আনেন। লোডশেডিং তত্ত্বও উঠে আসে মমতার গলায়। সেই নিয়েও আজ পাল্টা দিয়েছেন বিরোধী দলনেতা। সাংবাদিক বৈঠকে শুভেন্দুর বক্তব্য, ওই গণনাকেন্দ্রে নন্দীগ্রাম ছাড়া আরও দুটি বিধানসভা কেন্দ্রের গণনা হয়েছিল। সেগুলির মধ্যে একটিতে তৃণমূল জিতেছে, অন্যটিতে বিজেপি জিতেছে। নন্দীগ্রামের লোডশেডিং তত্ত্বকে মমতার ‘ভাঙা রেকর্ড’ বলেও খোঁচা দেন শুভেন্দু।

 

 

 

 

 

আরও পড়ুন –   ভোট পরবর্তী পরিস্থিতি নিয়ে বিরোধীদের দাবি মেনে আজ হতে চলেছে আলোচনা, থাকছেন…

 

 

 

 

তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায়কে লোকসভায় দাঁড়ানোর চ্যালেঞ্জ দিচ্ছেন শুভেন্দু? বিরোধী দলনেতা অবশ্য হুঙ্কার দিয়ে রাখছেন, ‘উনি ভাইপোকে মুখ্যমন্ত্রী করে দিল্লিতে পালাতে চাইছেন। তো দিল্লিতে যেতে গেলে তো লোকসভায় দাঁড়াতে হবে, নাহলে রাজ্যসভায় পিছনের দরজা দিয়ে যেতে হবে। কিন্তু ভোটে দাঁড়ালেই হারাব। যেখানে দাঁড়াবেন, সেখানেই হারাব।’

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top