অভিষেক-রুজিরার বিরুদ্ধে ‘লুক আউট’ নোটিস তুলে নিতে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট , এই মুহূর্তে চিকিৎসার জন্য বিদেশে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এরইমধ্যে তাঁর বিদেশযাত্রা মামলার শুনানি হল সুপ্রিম কোর্টে। শুক্রবার শুনানিতে আদালত জানিয়েছে, বিদেশ যেতে হলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাত দিন আগে তদন্তকারী সংস্থার কাছে অনুমতির জন্য আবেদন করতে হবে। আবেদন বিবেচনা করে সিদ্ধান্ত নেবে তদন্তকারী সংস্থা। চিকিৎসার জন্য অভিষেক বিদেশে যাওয়ার পরই বারবার উঠে এসেছে একটাই প্রশ্ন, অভিষেক কি ইডির অনুমতি নিয়ে বিদেশে গিয়েছেন? আরও একটি বিষয় এদিন আদালতে উঠে আসে। অভিষেকের বিরুদ্ধে কি কোনও লুকআউট নোটিস তদন্তকারীরা জারি করেছেন? কারণ, এর আগে অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় বা তাঁর আত্মীয়দের বিমানবন্দরে আটকানোর ঘটনা ঘটে। সেক্ষেত্রে অভিষেকের জন্য তদন্তকারীদের এরকম কোনও বিধিনিষেধ আছে কি না, তা নিয়েও সংশয় আছে। সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কিসান কউল এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে থাকা লুকআউট নোটিস প্রত্যাহারেরও কথা বলেন।
এদিন শুনানি চলাকালীন কপিল সিব্বল শুরুতেই বলেন, তদন্তকারী এজেন্সি আদালতে জানাক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনও লুকআউট নোটিস আছে কি না। এ প্রসঙ্গে বলতে গিয়ে ইডির আইনজীবী এসভি রাজু জানান, ২৬ জুলাই থেকে ২০ অগস্ট চিকিৎসার জন্য অবধি বিদেশে যাওয়ার জন্য অভিষেক আবেদন জানান। অর্থাৎ ইডিকে জানিয়েই অভিষেক বিদেশে গিয়েছেন এদিন ইডির বক্তব্যে স্পষ্ট হয়ে যায়।
এরপরই বিচারপতি সঞ্জয় কিসান কউল নির্দেশ দেন, এক্ষেত্রে পিটিশনারকে বিদেশ যাওয়ার ক্ষেত্রে সাতদিন আগে আবেদন করতে হবে। একইসঙ্গে তাঁর পর্যবেক্ষণ,আবেদন করেই যদি যেতে হয় তাহলে লুকআউট নোটিসের ভূমিকা কী?আবেদন করেই যেহেতু দেশ ছাড়বেন তাই লুকআউট নোটিস প্রত্যাহারের কথাও বলেন তিনি।
আরও পড়ুন – মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করে শুভেন্দু বললেন, ‘মমতাকে পুনর্জন্ম দিয়েছেন অটল…
তবে বিচারপতি সঞ্জয় কিসান কউল এদিন অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ শুনিয়েছেন।লুক আউট নোটিস আছে কি নেই তা স্পষ্ট হওয়া দরকার বলে জানান তিনি।কারণ,কেউ বিদেশে যাওয়ার অনুমতি পাবে, আবার তাঁকেই কোনও বিমানবন্দরে আটকানো হবে তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়।এর আগে অভিষেকপত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায় বা তাঁর আত্মীয়ের ক্ষেত্রে এ ছবি দেখা গিয়েছে। এরপরই ইডি জানায়,বিদেশ যেতে হলে সাতদিন আগে আবেদন করতে হবে।তা খতিয়ে দেখে অনুমতি দেওয়া হবে।