হাওড়া স্টেশনে বন্ধ প্রিপেইড ট্যাক্সির স্ট্যান্ড, হলুদ ট্যাক্সি বুক করতে ফোনে অবশ্যই রাখুন এই অ্যাপ। বাজারে এসে গিয়েছে যাত্রী সাথী অ্যাপ (Yatri Sathi App)। ইয়েলো ট্যাক্সি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বাজারে আনা হয়েছে এই নয়া অ্যাপ (Yatri Sathi App)। এখন থেকে এই হলুদ ট্যাক্সি বুক করতে গেলে ফোনে অবশ্যই থাকতে হবে ‘যাত্রী সাথী’ অ্য়াপ (Yatri Sathi App)। নাহলে আর চড়া যাচ্ছে না হলুদ ট্য়াক্সি। তাতেই ফাঁপড়ে পড়েছেন যাত্রীরা। অভিযোগ, অ্যাপে ট্যাক্সি বুক করতে গিয়ে হয়রানির শিকার হচ্ছেন যাত্রীরা।এই ছবি দেখা গেল হাওড়া স্টেশন (Howrah Station) চত্বরে। অনেক ক্ষেত্রেই বুক করলেও পাওয়া যাচ্ছে না ট্যাক্সি (Taxi)। ভাড়াও অনেক বেশি বলে অভিযোগ। অন্যদিকে সদ্য লঞ্চ হওয়া অ্য়াপের সম্পর্কে আবার অনেকেই জানেন না। ফলে স্টেশনে এসে ট্য়াক্সি (Taxi) বুক করতে গিয়ে বিপাকে পড়ছেন অনেকে। যদিও তাঁদের সহায়তায় এগিয়ে আসছেন ট্যাক্সি সংগঠনের কিছু স্বেচ্ছাসেবক।
তবে নয়া অ্যাপে (Yatri Sathi App) খুশি চালকেরা। হলুদ ট্যাক্সির চালক (Taxi Driver) বলছেন, “এটা আসলে সরকারের একটা প্রকল্প। এই অ্যাপের মাধ্যমে দ্রুত ট্যাক্সি বুক করা যেমন যাবে তেমনই সঠিক ভাড়াও নেওয়া হবে। সকলের সুবিধার জন্যই এই অ্যাপ আনা হয়েছে। অ্যাপটা ৭দিন আগে থেকে চালু হয়েছে।”
আরও পড়ুন – ভারতে তৈরি হতে চলেছে বিশ্বের বৃহত্তম জাদুঘর , তৈরিতে খরচ কোটি কোটি…
আরও পড়ুন- ‘কালীঘাটের কাকুর’ সঙ্গে যোগ ছিল মানিক ভট্টাচার্য, কুন্তল ঘোষ, তাপস মণ্ডলেরও, ED…
উবার, ওলাকে টক্কর দিতে সপ্তাহখানেক আগে বাজারে এসেছে ‘যাত্রী সাথী’ অ্যাপ। গুগল প্লে স্টোর-সহ অন্যান্য একাধিক প্ল্যাটফর্ম থেকেই তা ডাউনলোড করা যাচ্ছে। ইয়েলো ট্যাক্সি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বাজারে আনা হয়েছে এই নয়া অ্যাপ। বুক করলে অ্য়াপে মিলছে হলুদ ট্যাক্সি।
(সব খবর , ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube)