চিকিৎসায় সাড়া দিচ্ছেন অসুস্থ বুদ্ধদেব,এখন কেমন আছেন বুদ্ধদেব ভট্টাচার্য?শারীরিক অবস্থা নিয়ে মুখ খুললেন রবীন দেব, ফের অসুস্থ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য।শনিবার তাঁকে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রাক্তন মুখ্যমন্ত্রী হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে তাঁকে ঘিরে উৎকণ্ঠায় পরিবার পরিজন থেকে শুরু করে শুভানুধ্যায়ীরা।বুদ্ধবাবুর স্ত্রী মীরা ভট্টাচার্য ও সন্তান সুচেতনা ভট্টাচার্য হাসপাতালে রয়েছেন।উডল্যান্স হাসপাতালের আইটিউতে চিকিৎসা চলছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর।এখন কেমন আছেন এই সিপিএম নেতা?তাঁকে দেখে হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন সিপিএম রাজ্য কমিটির সদস্য রবীন দেব।বুদ্ধবাবুর শারীরিক অবস্থার কথা জানিয়েছেন তিনি।
প্রাক্তন মুখ্যমন্ত্রীর অসুস্থতার খবর পেয়ে এদিন হাসপাতালে ছুটে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস।সিপিএম নেতাকে দেখার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যপাল বলেন,’ওঁর শারীরিক অসুস্থতার খবর পেয়ে দেখতে এসেছিলাম।আমরা সবাই প্রাক্তন মুখ্যমন্ত্রী দ্রুত সুস্ততা কামনা করি।’অন্যদিকে একটি সূত্রে খবর, বুদ্ধবাবুকে দেখেত হাসপাতালে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।বুদ্ধদেব ভট্টাচার্য কেমন থাকেন,সেদিকে নজর থাকবে সকলের।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে রবীন বলেন,’বুদ্ধবাবুর চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।উনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন বলেই চিকিৎসকরা জানিয়েছেন।ওঁর জ্বর হয়েছিল,সেটা এখন আর নেই।চিকিৎসকরা ওঁর পরিবার ও রাজ্যপালকে জানিয়েছেন তিনি আগের থেকে ভালো রয়েছে।বিপদ এখনও পুরোপুরি না কাটলেও উনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন।’শনিবার হঠাই অসুস্থ হয়ে পড়েন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভটাচার্য।বেশ কয়েকদিন ধরে তিনি অসুস্থ ছিলেন বলে পরিবার সূত্রে জানা গিয়েছে।শনিবার হঠাৎ করে শারীরিক অবস্থার অবনতিয় প্রাক্তন মুখ্যমন্ত্রীর।চিকিৎসকরা তাঁকে হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেন। হঠাৎ করেই তাঁর রক্তে অক্সিজেনের মাত্রা কমে ৭০-র ঘরে নেমে যায়।ন্যাজাল অক্সিজেন দেওয়ার পর অক্সিজেনের মাত্রা ৮০-৮২-র মাত্রা অতিক্রম করেনি।তখন তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়।
আরও পড়ুন – প্রতিবেশীর বিক্ষোভের মুখে কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া
যদিও চিকিৎসার জন্য হাসপাতালে যেতে মোটেই ইচ্ছুক ছিলেন না প্রাক্তন মুখ্যমন্ত্রী।অনীহা সত্ত্বে বুদ্ধদেবকে হাসপাতালে নিয়ে যাওয়ার বন্দোবস্ত করা হয়।বেসরকারি হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার অ্যাম্বুলেন্সে করে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিয়ে আসা হয়। হাসপাতাল সূত্রে খবর,সিপিএম নেতার চিকিৎসায় পাঁচ সদস্যের মেডিক্যাল বোর্ড তৈরির করা হয়েছে।প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নন ইনভেসিভ ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে।শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে তাঁকে সিপ্যাপ দেওয়া হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।