দক্ষিণ কলকাতার ঢাকুরিয়ায় মদের দোকানে ঝামেলা,পিটিয়ে ‘খুন’ যুবককে। খাস কলকাতায় পিটিয়ে খুনের অভিযোগ উঠল। রবিবার দুপুরে মদের দোকানে লাইনে দাঁড়ানো নিয়ে এই বচসা বাধে বলে সূত্রের খবর। অভিযোগ, দোকানের ভিতর থেকে একজন বেরিয়ে এসে এক ক্রেতাকে বেধড়ক মারতে থাকেন। তাতেই একজনের মৃত্যু হয় বলে অভিযোগ। এদিকে এই ঘটনার পরই দোকান ঘিরে ফেলেন স্থানীয় বাসিন্দারা। ঢাকুরিয়া মোড়ে শুরু হয় অবরোধ। ঘটনাস্থলে পৌঁছেছেন কলকাতা পুলিশের ডিসি।
এলাকার লোকজনের অভিযোগ, সুশান্ত মণ্ডল (৪৫) নামে এক ব্যক্তি মদ কিনতে গিয়েছিলেন। দোকানিদের সঙ্গে বচসা বাধে তাঁর। এরপরই সুশান্তকে বেধড়ক মারা হয় বলে অভিযোগ। এই কাউন্টারের পাশেই আমরি হাসপাতাল। স্থানীয়রা উদ্ধার করে তাঁকে সেখানে নিয়ে যান। তবে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এরপরই এলাকা রণক্ষেত্র হয়ে ওঠে। অভিযোগ, যিনি মারধর করছিলেন তিনি ওই লিকার কাউন্টারের কর্মী ছিলেন। সুশান্ত মণ্ডলের শ্বশুর বলেন, “ওই ছেলেকে আমরা ছাড়ব না। বিচার করতেই হবে।”
স্থানীয় তৃণমূল নেতা বৈশ্বানর চট্টোপাধ্যায় বলেন, “এটা সাংঘাতিক ঘটনা। পঞ্চাননতলার বস্তিবাসীর মধ্যে এ নিয়ে খুবই ক্ষোভ তৈরি হয়েছে। এলাকার লোকজন বলছেন, ছেলেটি খুবই ভাল। সে এসেছিল। নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমি নিজে গিয়েছি ঘটনাস্থলে। দোষীদের কঠোর শাস্তির দাবি করছি আমি। থানায় অভিযোগ জানাব।”
আরও পড়ুন – বুদ্ধদেব ভট্টাচার্যকে ‘মহাপুরুষ’ না বানানোর আর্জি কুণাল ঘোষের, কটাক্ষ বিজেপি নেতা সুকান্তর
যতদূর জানা যাচ্ছে যে ঢাকুরিয়া ব্রিজের কাছে ওই লিকার কাউন্টারের বাইরে দাঁড়িয়েছিলেন দুই ক্রেতা। ভিতরে কাউন্টারে দু’জন বিক্রেতা ছিলেন। কোনও একটা বিষয়ে বচসা হয়। এরপরই দোকান থেকে বেরিয়ে আসেন একজন। বাইরে থাকা যুবকও গেটের দিকে আসেন। এরপরই দোকানের ভিতর থেকে বেরিয়ে আসা ব্যক্তি বেধড়ক কিল মারতে থাকেন ওই ক্রেতাকে।
(সব খবর , ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube)