সরকারি এবং বেসরকারি বাসের কি ভাড়া বাড়ছে? প্রশ্নের মুখে পরিবহণ মন্ত্রী, কী বললেন স্নেহাশিস?

সরকারি এবং বেসরকারি বাসের কি ভাড়া বাড়ছে? প্রশ্নের মুখে পরিবহণ মন্ত্রী, কী বললেন স্নেহাশিস?

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

সরকারি এবং বেসরকারি বাসের কি ভাড়া বাড়ছে? প্রশ্নের মুখে পরিবহণ মন্ত্রী, কী বললেন স্নেহাশিস? বাস ভাড়া নিয়ে অবস্থান স্পষ্ট করলেন রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। পেট্রোল-ডিজেলের চড়া দামের কথা মাথায় রেখে অবিলম্বে বাসভাড়া বৃদ্ধি করা দরকার, এমনই একটি প্রস্তাব জমা পড়েছিল নবান্নে। সেই প্রস্তাব জমা পড়ার ২৪ ঘণ্টার মধ্যেই সরকারের তরফে জানিয়ে দেওয়া হল বাসভাড়া নিয়ে ঠিক কী ভাবছে নবান্ন। মঙ্গলবার পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানান, ওই প্রস্তাব হাতে পেলেও এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে পর্যন্ত আপাতত সরকারি বাসের ভাড়া ভর্তুকি দিয়ে নিয়ন্ত্রণ করছে সরকার।

 

 

 

 

 

 

জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে সরকারি এবং বেসরকারি উভয় ক্ষেত্রেই বাসের ভাড়া বৃদ্ধি করা প্রয়োজন বলে সোমবার নবান্নে একটি সুপারিশ জমা দিয়েছিল বিধানসভার এস্টিমেট কমিটি। ২০১৮ সালের ১৮ জুন শেষবার রাজ্যে বাস ভাড়া বৃদ্ধি পেয়েছিল জানিয়ে, ওই প্রস্তাবে বলা হয়েছিল, যাত্রী পরিষেবার মান উন্নত করার জন্যই ভাড়া বৃদ্ধি করা প্রয়োজন।

 

 

 

 

সরকারি হোক বা বেসরকারি কোনও ক্ষেত্রেই বাসের ভাড়া আপাতত বাড়ছে না বলে জানিয়েছেন স্নেহাশিস। তিনি বলেন, ‘‘ভাড়া বৃদ্ধির বিষয়টি মুখ্যমন্ত্রী ভাববেন। তবে এখন সরকারি বা বেসরকারি বাসের ভাড়া বাড়ছে না। রাজ্য সরকার ভর্তুকি দিয়ে সরকারি বাসের ভাড়া নিয়ন্ত্রণে রেখেছে। বেসরকারি বাস সংগঠনগুলোকেও ২০১৮ সালে নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল বাস ভাড়া। সেই অনুযায়ী ভাড়া নিতে হবে। কোথাও লাগামছাড়া বাসের ভাড়া নিলে যদি নির্দিষ্ট করে অভিযোগ হয় তাহলে ব্যবস্থা নেওয়া হবে।’’

 

 

 

আরও পড়ুন – কলকাতামুখী ট্রেনে আতঙ্কে যাত্রীরা, কোনওমতে দুর্ঘটনার হাত থেকে রক্ষা জম্মু-তাওয়াই এক্সপ্রেসের যাত্রীদের

 

 

 

 

যে এস্টিমেট কমিটি এই প্রস্তাব দিয়েছিল, তার ২০ জন সদস্যের মধ্যে ১৬ জনই তৃণমূল বিধায়ক বাকি চার বিধায়ক বিজেপির। সেই রিপোর্ট জমা পড়ার পরই এ ব্যাপারে রাজ্যের পরিবহণ মন্ত্রীর কাছে জানতে চাওয়া হয়েছিল, এ বার কি তবে বাসের ভাড়া বাড়বে। জবাবে মঙ্গলবার পরিবহণ মন্ত্রী স্নেহাশিস জানিয়েছেন, ‘‘এই মুহূর্তে বাস ভাড়া বাড়ার কোনও সম্ভাবনা নেই।’’

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top