​​মণিপুরের ঘটনার তদন্তে দেরি কেন? এবার প্রশ্নের মুখে মণিপুর পুলিশ, ডিজিকে তলব সুপ্রিম কোর্টের

​​মণিপুরের ঘটনার তদন্তে দেরি কেন? এবার প্রশ্নের মুখে মণিপুর পুলিশ, ডিজিকে তলব সুপ্রিম কোর্টের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

​​মণিপুরের ঘটনার তদন্তে দেরি কেন?এবার প্রশ্নের মুখে মণিপুর পুলিশ,ডিজিকে তলব সুপ্রিম কোর্টের,মণিপুরে শুধুমাত্র দুজন মহিলাকে নিগ্রহ করা হয়নি।সেখানে হিংসা শুরুর পরে আরও অনেক মহিলাকে হেনস্থা করা হয়েছে এবং তাদের ওপর অত্যাচার করা হয়েছে বলেও অভিযোগ।সেখানের বিভিন্ন সংগঠনের দাবি, মণিপুরে আরও অনেক মহিলাকে গণধর্ষণ করা হয়েছে।এই নিয়ে পুলিশের কাছে অভিযোগ জানানো হলেও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি বলেও তাদের দাবি।

 

 

 

 

 

 

এবার এই নিয়েও সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে পড়ল মণিপুর পুলিশ। সেখানের কাংপোকপি এলাকায় দুই মহিলাকে বিবস্ত্র করে রাস্তায় হাঁটানোর ঘটনায় উত্তাল হয় দেশ।কিন্তু কেন ওই ঘটনার এফআইআর করতে এবং ব্যবস্থা নিতে দেরি হয়েছে তা নিয়েও প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট।ওই ঘটনার তদন্তে দেরি হওয়া নিয়ে সেই রাজ্যে ডিজিকেও তলব করেছে দেশের সর্বোচ্চ আদালত।

 

 

 

 

 

সর্বোচ্চ আদালত জানিয়েছে এই রকম একটি মারাত্মক অপরাধের ঘটনায় তদন্তের গতি খুবই স্লথ।এই নিয়ে আগামী সোমবার ডিজিপিকে সশরীরে আদালতে হাজির থাকার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।সেদিনই তাঁকে এই নিয়ে আদালতে ব্যাখ্যা দিতে হবে। এই নিয়ে কী পদক্ষেপ নেওয়া হবে সেটা সেদিনই ঠিক করা হবে বলেও জানিয়েছে আদালত।

 

 

 

 

অন্যদিকে,এদিনই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচুড়ের বেঞ্চে কেন্দ্রের তরফে জানানো হয়েছে,মণিপুরের মহিলা সংক্রান্ত সমস্ত অপরাধের তদন্তভার তারা CBI-কে দিতে রাজি। এদিন সুপ্রিম কোর্টের ওই বেঞ্চ মন্তব্য করে যে মে মাস থেকে এখন পর্যন্ত অবস্থা দেখলে মনে হবে মণিপুরে আইনের কোন শাসন নেই।

 

 

 

 

সেখানে অভিযোগ দায়ের করার পরে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তাও জানতে চাওয়া হয়।আদালতে,সলিসিটর জেনারেল তুষার মেহতে জানান,সেখানে প্রায় ৬৫০০টি অভিযোগ দায়ের করা হয়েছে।এর মধ্যে ১১টি মহিলা যৌননিগ্রহ সংক্রান্ত অভিযোগ।এই মামলাগুলির তদন্ত সিবিআই করতে পারে বলেও জানান তিনি।

 

 

 

 

প্রসঙ্গত,গত ৪ মে কাংপোকপি গ্রামে দুই মহিলাকে বিবস্ত্র করে হাঁটানো হয়।তার প্রায় ১৫ দিন পরে এই নিয়ে FIR দায়ের করা হয়।গত মাসে ওই ঘটনার একটি ভিডিয়ো প্রকাশ্যে আসার পরেই এই ঘটনা নিয়ে উত্তাল হয় দেশ।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান ওই নক্কারজনক ঘটনায় কাউকেই ছাড়া হবে না।তারপরেই মণিপুরের পুলিশ এই ঘটনা নিয়ে তদন্ত শুরু করে।

 

 

 

আরও পড়ুন –  বুথের ভিডিয়ো ফুটেজ নষ্ট হল কীভাবে! বিডিও-কে ভর্ৎসনা হাইকোর্টের

 

 

 

 

এই ঘটনায় এক নাবালক সহ সাতজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।তবে,মঙ্গলবার,মণিপুর নিয়ে একটি মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট মন্তব্য করে যে ওই ভিডিয়ো কাণ্ডের ঘটনার অভিযোগ দায়ের এবং তদন্ত করতে পুলিশ অনেক দেরি করেছে।তারপরেই এই ঘটনার জেরে মণিপুরে ডিজিপিকে তলব করেছে সুপ্রিম কোর্ট।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top