জামাই সেজে প্রতারণা নিউটাউন এলাকায়,পুলিশের জালে ২, কীভাবে করা হল এই প্রতারণা?ফ্ল্যাট মালিকের জামাই সেজে প্রতারণা নিউটাউন এলাকায়।ফ্ল্যাট ভাড়া দেওয়ার নাম করে ৪০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ।নিউটাউন থানায় অভিযোগ দায়ের করেন পেশায় চিকিৎসক এক ব্যাক্তি। প্রতারককে গ্রেফতার করছে নিউটাউন থানার পুলিশ।
জানা গিয়েছে,ফ্ল্যাট ভাড়া দেওয়ার নাম করে ওই ব্যক্তির কাছে একটি নকল এগ্রিমেন্ট পেপার পেশ করা হয়।সেই পেপারে স্বাক্ষর করেন ডঃ ডিপি দাস নামে ওই ব্যক্তি।পাশাপাশি,তাঁর কাছে অগ্রিম বাবদ ৪০ হাজার টাকা চাওয়া হয়।তিনি চল্লিশ হাজার টাকা দেওয়ার পর পুনরায় কিছুদিন বাদে ওই প্রতারকের সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করেন।এরপরেই তিনি লক্ষ্য করেন,ফোন তাদের সঙ্গে কোনওভাবেই যোগাযোগ করা যাচ্ছে না।ওই ব্যক্তি তখন বুঝতে পারেন,তাঁর সঙ্গে বড় ধরনের প্রতারণা করা হয়েছে।এরপরেই তিনি পুলিশের দ্বারস্থ হন।দুই প্রতারককে আটক করার পর জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।এইরকম প্রতারণা চক্রের সঙ্গে আর কোনও ব্যক্তি যুক্ত আছে কিনা দেখা হচ্ছে।নিউটাউন এলাকায় ফ্ল্যাট ভাড়া দেওয়ার নাম করে প্রতারণা চক্র সক্রিয় হয়েছে বলে মনে করছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে,ডঃ ডিপি দাস নামে এক ব্যক্তিকে নকল সই করে ফ্ল্যাট ভাড়া দেওয়ার নামে ৪০ হাজার টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ।বিষয়টি বুঝতে পেরে নিউটাউন থানার দ্বারস্থ হন ওই চিকিৎসক।খোঁজ লাগিয়ে প্রতারক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।স্নিগ্ধা সাহা নামক মহিলার সই জাল করে ফ্ল্যাট ভাড়া দেওয়ার নকল কাগজপত্র তৈরি করেছিল ওই প্রতারক।বিষয়টি প্রত্থমে বুঝতে পারেননি পেশায় চিকিৎসক ওই ব্যক্তি।তিনি বিশ্বাস করে প্রতারককে ৪০ হাজার টাকা দিয়ে দেন। পরে বুঝতে পারেন তিনি প্রতারণার শিকার হয়েছেন।
আরও পড়ুন – ভুয়ো পুলিশ পরিচয় দিয়ে তোলাবাজির অভিযোগ, শ্রীঘরে তিন যুবক
গত ১ জুন নিউটাউন থানার দ্বারস্থ হন ওই ব্যক্তি।অভিযোগ দায়ের করার পর তদন্তে নামে নিউটাউন থানার পুলিশ।এসআই রাজু ঘোষের নেতৃত্বে প্রতারক ব্যক্তিকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে,প্রতারণার ঘটনায় মোট দুইজনকে গ্রেফতার করা হয়েছে।এর মধ্যে নিউটাউন হাউজিং সোসাইটির বাসিন্দা একজন।তাদের কাছ থেকে নকল এগ্রিমেন্ট পেপার এবং তিনটি মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে।