সরকারি কর্মীদের জন্য বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর ,বাংলায় সরকারি ছুটি বেশি কেন ? ব্যাখ্যা দিলেন মুখ্যমন্ত্রী মমতা , রাজ্যের সরকারি কর্মীদের জন্য বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বুধবার নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সেই সময়ই তিনি রাজ্য সরকারি কর্মীদের জন্য অতিরিক্ত দুই দিন ছুটির কথা ঘোষণা করেন। এদিন সন্ধ্যা মুখোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দেখা যায়। তিনি বলেন, “অনেক দিন পর তিনি আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন। তাঁর দীর্ঘায়ু কামনা করি।”
এছাড়াও রাজ্য যে সমস্ত পুরস্কার বা স্বীকৃতি পেয়েছে সেগুলিকে এক জায়গায় রাখা হবে, এই ঘোষণাও করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “আলিপুর সংশোধনাগারে একটি সংগ্রহশালা করা হবে। বাংলা একাধিক ক্ষেত্রে উল্লেখযোগ্য স্বীকৃতি পেয়েছে। সেগুলি আমাদের সম্পদ। এবার থেকে তা সংগ্রহশালায় রাখা হবে যাতে গবেষকরা সেখান থেকে তথ্য নিতে পারেন।”
মুখ্যমন্ত্রী এদিন বলেন, “এতদিন পর্যন্ত রাজ্যে সবে বরাত এবং করম পুজোতে সেকশনাল হলিডে (অর্থাৎ নির্দিষ্ট একটি শ্রেণির জন্য ছুটি) থাকত। কিন্তু, দীর্ঘদিন ধরেই এই দুই দিনে পূর্ণাঙ্গ ছুটি ঘোষণা করার দাবি উঠছিল। এবার থেকে এই দুই দিন রাজ্য সরকার ছুটি ঘোষণা করল।” অর্থাৎ এই দুটি দিনে সমস্ত রাজ্য সরকারি কর্মীরাই ছুটি পেতে চলেছেন। মুখ্যমন্ত্রী এদিন বলেন, “আমরা সমস্ত ধর্মের উৎসব পালন করে থাকি। ইদের ছুটিও সকলে পান। দোলেরও ছুটি পান। আমরা মনে করি সর্ব ধর্ম, সর্ব কর্মর মিলন স্থল এই বাংলা। এই রাজ্য কাউকে বঞ্চিত করে না। সকলে যদি বলেন ৩৬৫ দিনই ছুটি নয়, তা তো সম্ভব নয়। সেক্ষেত্রে কাজ কখন হবে।”
আরও পড়ুন – কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে ৬ অগাস্ট রাজ্যের প্রতি ব্লকে ধরনা কর্মসূচির ঘোষণা মমতার
কেন বাংলায় ছুটি বেশি? ব্যাখ্যা মমতা বন্দ্যোপাধ্যায়ের… কি বললেন ? এদিন মুখ্যমন্ত্রী বলেন, “যাঁরা সরকারি কর্মী তাঁরা ভালো কাজ করলে স্পেশাল দিনে ছুটির আশা করতে পারেন। আমাদের রাজ্যে মাতৃকালীন ছুটি ৭৩১ দিন। আবার পিতৃকালীন ছুটিও রয়েছে এক মাস। যতটা সম্ভব আমরা করি।”