রামনবমী মামলার সব নথি NIA-কে দিল রাজ্য

রামনবমী মামলার সব নথি NIA-কে দিল রাজ্য

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

রামনবমী মামলার সব নথি NIA-কে দিল রাজ্য, মামলা সংক্রান্ত নথি চেয়ে একাধিকবার আদালতের দ্বারস্থ হতে হয়েছে এনআইএ- (NIA) কে। আদালত এনআইএ (NIA)  তদন্তের নির্দেশ দিলেও রাজ্য পুলিশ তাদের হাতে নথি তুলে দিচ্ছে না, এমনই অভিযোগ বারবার সামনে এসেছিল আদালতে। অবশেষে হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে অগ্রগতি হল সেই তদন্তের। রামনবমী হিংসা মামলার সব নথি কেন্দ্রীয় সংস্থা এনআইএ-র হাতে তুলে দিল রাজ্য পুলিশ। রামনবমীতে রাজ্যের একাধিক জায়গায় যে অশান্তির অভিযোগ উঠেছিল, তা নিয়ে রাজ্যে মোট ৬টি মামলা হয়েছিল। আদালত নির্দেশ দেওয়ায় সেই সবকটি মামলার তদন্তভার নেয় এনআইএ (NIA) ।

 

 

 

 

 

 

হাওড়া (Howrah) ও হুগলির (Hoogly) একাধিক জায়গা ও ডালখোলায় অশান্তির অভিযোগ উঠেছিল চলতি বছরে রামনবমীর দিন। সেই মামলায় হাইকোর্ট (Calcutta High Court) এনআইএ (NIA) তদন্তের নির্দেশ দেয়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল। সুপ্রিম কোর্ট (Supreme Court) সেই নির্দেশ বহাল রাখার পরও কেন পুলিশ নথি হস্তান্তর করছে না, তা নিয়েই প্রশ্ন তুলেছিল আদালত। গত কয়েকদিনে একাধিক থানায় গিয়ে নথি সংগ্রহ করেছেন এনআইএ আধিকারিকরা।

 

 

 

 

আরও পড়ুন – রাজ্যে কর্মসংস্থান নিয়ে মুখ্যমন্ত্রীকে খোঁচা শুভেন্দুর , ঠিক কী অভিযোগ তুললেন শুভেন্দু…

 

 

আরও পড়ুন –  অফিসারদের হাত ধরেই সেনায় বেআইনি নিয়োগ? গোয়েন্দাদের হাতে চাঞ্চল্যকর তথ্য

 

মামলা সংক্রান্ত নথি চেয়ে একাধিকবার আদালতের দ্বারস্থ হতে হয়েছে এনআইএ-কে। রামনবমী অশান্তি সংক্রান্ত সেই মামলায় রাজ্য পুলিশকে কার্যত ভর্ৎসনা করেছিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি জয় সেনগুপ্ত বলেছিলেন, এ ক্ষেত্রে অযথা এনআইএ-র সময় নষ্ট করা হচ্ছে। মঙ্গলবার দুপুর ১২ টার মধ্যে সব নথি, ফুটেজ হস্তান্তর করার নির্দেশ দেওয়া হয়েছিল।

 

আরও পড়ুন – রাজ্যে কর্মসংস্থান নিয়ে মুখ্যমন্ত্রীকে খোঁচা শুভেন্দুর , ঠিক কী অভিযোগ তুললেন শুভেন্দু…

 

 

( সব খবর , ঠিক খবর ,প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube)

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top