Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
কলকাতায় গড়ে উঠল ক্যানসার চিকিৎসার নতুন হাসপাতাল- মেডিকা অঙ্কোলজি

কলকাতায় গড়ে উঠল ক্যানসার চিকিৎসার নতুন হাসপাতাল- মেডিকা অঙ্কোলজি

কলকাতায় গড়ে উঠল ক্যানসার চিকিৎসার নতুন হাসপাতাল- মেডিকা অঙ্কোলজি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

কলকাতায় গড়ে উঠল ক্যানসার চিকিৎসার নতুন হাসপাতাল- মেডিকা অঙ্কোলজি , মুম্বইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালে বাংলা থেকে বহু ক্যানসার রোগী দীর্ঘ দিন ধরেই যান চিকিৎসা করাতে। তাঁদের চিকিৎসা করতে গিয়ে তাগিদটা অনুভব করেন সেখানে কর্মরত একদল বাঙালি চিকিৎসক। টাটা মেডিক্যালের সেই ১৬ জন প্রাক্তনীর হাত ধরে কলকাতায় গড়ে উঠল ক্যানসার চিকিৎসার নতুন হাসপাতাল- মেডিকা অঙ্কোলজি। মেডিকা সুপার-স্পেশ্যালিটি হাসপাতাল গোষ্ঠীর এই নতুন প্রয়াসে যুক্ত মহানগরের আরও অনেক বিশেষজ্ঞ চিকিৎসক। বৃহস্পতিবার সেই হাসপাতালের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি একগুচ্ছ প্রকল্পের পাশাপাশি মেডিকা অঙ্কোলজিরও তিনি ভার্চুয়াল উদ্বোধন করেন নবান্ন থেকে।

 

 

 

 

হাসপাতাল কর্তারা জানাচ্ছেন, বর্তমান মালিকানার বেশিরভাগ এখন সিঙ্গাপুর সরকারের ‘সভরিন ফান্ড টেমাসেক হোল্ডিংস’-এর হাতে। তারাই মেডিকা অঙ্কোলজির মূল পরিচালক। তাঁদের উদ্যোগেই টাটা মেডিক্যালের প্রাক্তনী, হেড-অ্যান্ড-নেক ক্যানসার সার্জেন সৌরভ দত্তের নেতৃত্বে এখানে কাজে যোগ দিয়েছেন নানা শাখার ১৫ জন ক্যানসার বিশেষজ্ঞ।

 

 

 

হাসপাতাল গোষ্ঠীর চেয়ারম্যান নন্দকুমার জয়রাম থেকে ম্যানেজিং ডিরেক্টর উদয়ন লাহিড়ি বা টেমাসেকের হেলথ কেয়ার উইং ‘শিয়ারেস ইন্ডিয়া’-র সিইও আর ভেঙ্কটেশরা জানান, মেডিকা অঙ্কোলজি মানে শুধু অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর ক্যানসার পরিষেবা নয়। হেড-অ্যান্ড-নেক ক্যানসার, ইউরোলজিক ক্যানসার, গ্যাস্ট্রো-ইন্টেস্টিনাল ক্যানসার,থোরাসিক ক্যানসার,অর্থোপেডিক ক্যানসার,ব্রেস্ট ক্যানসার,গায়নোকোলজিক্যাল ক্যানসার, ব্লাড ক্যানসার ও পেডিয়াট্রিক ক্যানসারের মতো বিভিন্ন অঙ্গভিত্তিক চিকিৎসাও মিলবে এই হাসপাতালে।

 

 

 

 

পাশাপাশি থাকছে মেডিক্যাল অঙ্কোলজি,সার্জিক্যাল অঙ্কোলজি, রেডিয়েশন অঙ্কোলজি,অঙ্কো-প্যাথলজি এবং নিউক্লিয়ার মেডিসিন-ক্যানসার চিকিৎসার সব শাখা।তাই মুখ্যমন্ত্রী বলেন, ‘ক্যানসারের কোনও আন্সার নেই।কিন্তু মেডিকা খুব ভালো আর বড় করে উদ্যোগ নিচ্ছে।ওঁদের সাফল্য কামনা করি।’ফিরহাদ জানান, নতুন এই হাসপাতালে তাঁর ইচ্ছেতেই মেডিকা কর্তৃপক্ষ একদিকে স্বাস্থ্যসাথী কার্ডের জন্য পৃথক ওয়ার্ড খুলেছেন।তেমনই মেয়রের সুপারিশে বছরে ১০ জন রোগীর চিকিৎসাও হবে বিনামূল্যে।

 

 

 

আরও পড়ুন –  মিটার ট্যাক্সি তুলে দেওয়ারই পরিকল্পনা পরিবহণ দফতরের , অ্যাপ-নির্ভর ট্যাক্সি চালুর ভাবনা…

 

 

 

 

মেডিকার মূল হাসপাতালের পাশে ২৫০ কোটি টাকা খরচে গড়ে উঠেছে এই ১০ তলা ক্যানসার হাসপাতাল।উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচর্য,মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী,স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম-সহ অনেকে। মেডিকার উদ্বোধনী মঞ্চে হাজির ছিলেন মেয়র ফিরহাদ হাকিম। উদ্বোধনের সময়েই মুখ্যমন্ত্রী জানান,এই মেডিকার মালিকানা আর পুরোনো হাতে নেই।চলে গিয়েছে সিঙ্গাপুরের একটি সরকারি সংস্থার হাতে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top