কবে থেকে ফের ওয়েনাদের সাংসদ হিসেবে সংসদে ঢুকতে পারবেন রাহুল গান্ধী?দেশের শীর্ষ আদালতের রায়ে সাংসদ পদ ফিরে পেতে পারেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।২০২৪ লোকসভা নির্বাচনে অংশ নিতেও রইল না কোনও বাধা।এবার কি তবে রাহুলকে সামনে রেখেই মোদী সরকারের বিরুদ্ধে ঘুঁটি সাজাবে ইন্ডিয়া জোট?কবে থেকে সাংসদ হিসেবে ফের লোকসভায় পা রাখতে পারবেন রাহুল গান্ধী?
কবে থেকে ফের লোকসভায় রাহুল গান্ধী?সুপ্রিম কোর্টে রাহুল গান্ধীর হয়ে সওয়াল করেন বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা আইনজীবী অভিষেক মনু সিংভি।দুঁদে আইনজীবীর যুক্তি ছিল,সুরাট আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে গুজরাট হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন কংগ্রেস নেতা।কিন্তু,সেখানে মামলাটি ছয় সপ্তাহ ঝুলে ছিল।এর জেরে সাংসদ হিসেবে ১২২ দিন সময় নষ্ট হয়েছে রাহুলের।লোকসভার দু’টি অধিবেশন তিনি মিস করেছেন।ফলে শুক্রবার সুপ্রিম কোর্টে স্বস্তি মিলতেই তড়িঘড়ি লোকসভা অধ্যক্ষ ওম বিড়লার সঙ্গে কথা বলতে ছোটেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী।তাঁর দেওয়া চিঠি লোকসভার সচিব অনুমোদন করলে সোমবার থেকে ফের লোকসভায় প্রবেশ করতে পারেন সোনিয়া পুত্র।অর্থাৎ চলতি বাদল অধিবেশনের শোনা যাবে তাঁর ভাষণ।
সংসদে ফিরে কোন ইস্যুতে ভাষণ দেবেন রাহুল? সংসদে ফিরেই কোন ইস্যুতে ঝাঁঝ বাড়াবেন রাহুল?সেই ব্লু প্রিন্টও তৈরি ইন্ডিয়া জোটের।বিরোধী শিবির সূত্রে দাবি করা হয়েছে,সাংসদ পদ ফিরে পাওয়ার পরে লোকসভায় পা দিয়ে রাহুলের প্রথম পদক্ষেপই হতে পারে সরকারের বিরুদ্ধে নিয়ে আসা অনাস্থা প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে মোদীকে নিশানা করা। কংগ্রেসের সংসদীয় কমিটি সূত্রে খবর,রাহুলের এই ‘মেগা কামব্যাক’কে স্মরণীয় এবং ঐতিহাসিক করে তুলতে সম্ভাব্য সব রকম কৌশলের আশ্রয় নিচ্ছে দেশের শতাব্দী প্রাচিন দলটি।
আরও পড়ুন – রাজ্যপাল এক্তিয়ার বহির্ভূত কাজের অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য সরকার
কী ভাবে নিজের সাংসদ পদ ফিরে পেতে পারেন রাহুল গান্ধী?
লোকসভার সচিবালয় রাহুলের সাংসদ পদ ফিরিয়ে দিলে রাতারাতি রাহুলকেই ব্যবহার করা হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তথা BJP সরকারের বিরুদ্ধে।এমনটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।জানা গিয়েছে,সুপ্রিম কোর্টে বড়সড় স্বস্তি পাওয়ার ফলে তাঁর সাংসদ পদ ফিরে পাওয়ার রাস্তা প্রশস্ত হয়েছে।তবে এর জন্য লোকসভার কংগ্রেস দলনেতাকে লোকসভার সচিবের কাছে একটি চিঠি দিতে হবে।সেই চিঠি সচিব অনুমোদন করলে তবেই লোকসভায় কামব্যাক করতে পারবেন রাহুল।