Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
কলকাতার স্কুলগুলির সামনে নজরদারি থাকবে পুলিশের

কলকাতার স্কুলগুলির সামনে নজরদারি থাকবে পুলিশের ,

কলকাতার স্কুলগুলির সামনে নজরদারি থাকবে পুলিশের ,

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

কলকাতার স্কুলগুলির সামনে নজরদারি থাকবে পুলিশের , বেহালায় এখনও তাজা খুদে পড়ুয়ার মৃত্যুর স্মৃতি। আর সৌরনীলের এই মৃত্যুই আঙুল তুলে দেখিয়েছে কলকাতায় পথের নিরাপত্তা ঠিক কতখানি। ইতিমধ্যেই নড়েচড়ে বসেছে পুলিশ। সোমবার ভারী পণ্যবাহীন গাড়ি চলাচল নিয়ে একটি নির্দেশিকাও জারি করেছেন কলকাতার নগরপাল বিনীত গোয়েল। শুধু তাই নয়, সূত্রের খবর, দুর্ঘটনার পর থেকেই ট্রাফিক পুলিশের তরফে বেশ কয়েকটি বিষয়ে জোর দেওয়া হচ্ছে।

 

 

 

 

 

 

উল্লেখ্য, সোমবারের নির্দেশিকায় বলা হয়েছে ভারী পণ্যবাহী যান ও মাঝারি পণ্যবাহী যান চলাচলের ক্ষেত্রে নির্দিষ্ট যে সময়সীমা, তা মেনে চলতে হবে। ভোর ছ’টা থেকে রাত্রি দশটা অবধি ভারী পণ্যবাহী যান ও ও মাঝারি পণ্যবাহী যান চলাচল নিয়ন্ত্রিত হবে। যদিও বন্দর এলাকার ক্ষেত্রে এই নিয়মে ছাড় রয়েছে। প্রসঙ্গত, গত ৪ অগস্ট বেহালায় লরির ধাক্কায় মৃত্যু হয় পাঁচ বছরের সৌরনীল সরকারের। চৌরাস্তার কাছে বড়িশা স্কুলের সামনে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্কুলে পরীক্ষা দিতে যাচ্ছিল দ্বিতীয় শ্রেণির ছাত্র। যাওয়ার পথে বেপরোয়া গতির বলি হতে হয় ওই শিশুকে।

 

 

 

 

এই ঘটনার পর থেকেই কার্যত বদলে যায় চৌরাস্তা এলাকার ট্রাফিক নিরাপত্তা ব্যবস্থা। শহরের অন্যান্য গুরত্বপূর্ণ মোড়গুলির মত বেহালা চৌরাস্তায় শুক্রবার রাতেই বসিয়ে দেওয়া হয়েছে ম্যানুয়াল ড্রপ গেট। পুলিশ কর্মীরা দড়ির বাঁধনের কন্ট্রোলে সেই ড্রপগেট তুলছেন এবং নামাচ্ছেন।

 

 

আরও পড়ুন –   চার শিক্ষক গ্রেফতারের পর আরও ৭ জনকে ডেকে পাঠাল CBI

 

 

 

 

কলকাতা পুলিশ সূত্রের খবর, স্কুল টাইমে ট্রাফিক গার্ডের তরফে সংশ্লিষ্ট স্কুলের সামনে নজরদারি থাকবে পুলিশের। স্কুলের শুরু ও শেষের সময় গাড়ি গতি নিয়ন্ত্রণের দিকে নজর বাড়ানো হবে। স্কুলের সামনে অবস্থিত সিসি ক্যামেরা ঠিক রয়েছে কি না দেখতে হবে। না থাকলে তা পুনরায় বসাতে হবে।

 

( সব খবর , ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube )

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top