শাহরুখ বনাম সানির লড়াইয়ে গরম বলিউড, ‘পাঠান’কে হারিয়ে দিল ‘গদর ২’?

শাহরুখ বনাম সানির লড়াইয়ে গরম বলিউড, ‘পাঠান’কে হারিয়ে দিল ‘গদর ২’?

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

শাহরুখ বনাম সানির লড়াইয়ে গরম বলিউড, ‘পাঠান’কে হারিয়ে দিল ‘গদর ২’? ২০০১ সালে মুক্তি পেয়েছিল সানি দেওল ও আমিশ প্যাটেল অভিনীত ছবি ‘গদর।’ সে সময় বক্সঅফিসে সাড়া ফেলেছিল তারা সিং ও সাকিনার সেই প্রেমের ছবি। ২২ বছর পর ফের এই ছবির সিক্যুয়েল নিয়ে আসছেন সানি ও আমিশা। যা নিয়ে দর্শক মহলে উন্মাদনার শেষ নেই। ছবির অগ্রিম টিকিট বিক্রির হুজুগ অন্তত এমনটাই বলছে। এমনকি ‘গদর ২’-এর অগ্রিম টিকিট বুকিং ছাপিয়ে গিয়েছে শাহরুখ খানের ‘পাঠান’-এর আগাম বুকিং-এর রেকর্ডও।

 

 

 

 

 

 

 

‘গদর’ যেভাবে মানুষের মনে জায়গা করে নিয়েছিল, ঠিক তাই প্রত্যাশা ‘গদর ২’ নিয়েও তৈরি হয়েছে সিনেপ্রেমীদের মনে। বক্সঅফিসে তারই বহিঃপ্রকাশ হচ্ছে। অনিল শর্মা পরিচালিত এই ছবিতে তারা সিং ও সাকিনার পরবর্তী প্রজন্মকেও দেখা যাবে বলে জানা গিয়েছে। তাঁদের ছেলের ভূমিকায় অভিনয় করেছেন উৎকর্ষ শর্মা। ‘গদর ২’ নিয়ে দর্শকের উন্মাদনা বলে দিচ্ছে, ‘গদর’-এর সাফল্যকেও কয়েক গোল দিতে পারে এই ছবি। তা দেখার জন্য অপেক্ষা করতে হবে আর দু’টো দিন।

 

 

 

 

 

আরও পড়ুন – পরিচারিকাকে ধর্ষণের অভিযোগ, শাইনি আহুজাকে নিয়ে নতুন রায় বম্বে হাই কোর্টের

 

 

 

 

কথায় বলে পুরনো চাল ভাতে বাড়ে। আর তা আরও একবার প্রমাণ করে দিল ‘গদর ২।’ সব ঠিক থাকলে আগামী ১১ শে আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি। আর এখনই ১,০৫,৩০০ টি টিকিট বিক্রি হয়ে গিয়েছে এই ছবির। বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শের টুইট অনুযায়ী, শুধুমাত্র প্রথম দিনেই জাতীয়স্তরে পিভিআরএ-ই টিকিট বিক্রি হয়েছে ৪৫,০০০টি। আইনক্স ও সিনেপলিসে আগাম টিকিট বুকিং হয়েছে ৩৬,০০০ ও ২৪,০০০। সিঙ্গল স্ক্রিনেও ব্যপক সাড়া ফেলেছে এই ছবি। বাণিজ্য বিশ্লেষক সুমিত কাদেলের মতে, অগ্রিম টিকিটের অঙ্ক ছাপিয়ে গিয়েছে বাদশাহর ‘পাঠান’ কেও। শুধু ‘পাঠান’-ই নয় ‘গদর ২’ পিছনে ফেলে দিয়েছে ‘সঞ্জু’, ও ‘ব্রহ্মাস্ত্র’কেও।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top