সিপিএমের সমর্থনে পঞ্চায়েতের বোর্ড গড়ল বিজেপি, সিপিএমের জয়ী সদস্যের সমর্থন নিয়ে এবার পঞ্চায়েতের বোর্ড গঠন করল বিজেপি। বুধবার এই দৃশ্য দেখা গেল পূর্ব মেদিনীপুরের মহিষাদল ব্লকে। সেখানে বুধবার অমৃতবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন হল। এখানে মোট ১৮টি আসন রয়েছে। তার মধ্যে তৃণমূল ও বিজেপি উভয়েই আটটি করে আসন পেয়েছে। বাকি দু’টি আসন জিতেছে সিপিএম। এদিন বোর্ড গঠনের সময় জয়ী সদস্যদের ভোটাভুটি হয়। তাতে একজন সিপিএম সদস্য ভোটদানে বিরত থাকেন। বাকি জয়ী সদস্যদের ভোটাভুটিতে বোর্ড গঠন করল বিজেপি। পঞ্চায়েত বোর্ড গঠন শেষে ওই সিপিএম সদস্য জানিয়েছেন তিনি বিজেপিকেই সমর্থন করেছেন ভোটাভুটিতে।
বুলুপ্রসাদ জানা নামে পঞ্চায়েতের ওই সিপিএম সদস্য বলছেন, ‘আমি বিজেপিকে সমর্থন করেছি। দলের আঞ্চলিক স্তরে ও কর্মীদের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছি।’ তবে দলের জেলা নেতৃত্বের সঙ্গে এই নিয়ে কোনও আলোচনা হয়নি বলেই জানাচ্ছেন ওই জয়ী সিপিএম সদস্য। তাঁর দাবি, আঞ্চলিক স্তরে দলের যা নির্দেশ ছিল, সেই মতোই তিনি কাজ করেছেন।
এদিকে সিপিএমের সমর্থন নিয়ে পঞ্চায়েতের প্রধান হওয়া শুভ্রা পন্ডাও বেশ খুশি। সিপিএমের সদস্যের সমর্থন পেয়ে ভালই লাগছে তাঁর। ধন্যবাদও জানান সিপিএম সদস্যদের। বলছেন, সবাইকে নিয়েই চলতে চাই। উনি সদস্য হয়েছেন পঞ্চায়েতের। আট-আট আসন ছিল তৃণমূল-বিজেপির। ওনার ভোটের দরকার ছিল। উনি যাঁকে চেয়েছেন তাঁকে সমর্থন করেছেন।’
আরও পড়ুন – CID-র ওপর আস্থা-বিশ্বাস হারাচ্ছেন বিচারপতি বসু, CBI -এর হাতে তদন্তভার তুলে দেওয়ার…
প্রসঙ্গত, জাতীয় রাজনীতিতে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে তৃণমূল-কংগ্রেসের সঙ্গে হাত ধরেছে সিপিএমও। তৈরি হয়েছে ইন্ডিয়া জোট। আর সেখানে বাংলায় পঞ্চায়েতের বোর্ড গঠনে বিজেপিকে সমর্থন দিল সিপিএম? যদিও ওই সিপিএম সদস্য এই নিয়ে কোনও মন্তব্য করতে চাননি। তাঁর বক্তব্য, ‘সেটা নেতৃত্ব বুঝবে। আমি প্রথম থেকেই বলছি, কর্মীরা যা চাইবে, সেরকমই করব।’