আগামি সপ্তাহেই রাজ্যে আসছে ইউজিসি-র অ্যান্টি র‌্যাগিং দল, বৈঠকে বসছে যাদবপুরের তদন্ত কমিটি

আগামি সপ্তাহেই রাজ্যে আসছে ইউজিসি-র অ্যান্টি র‌্যাগিং দল, বৈঠকে বসছে যাদবপুরের তদন্ত কমিটি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

আগামি সপ্তাহেই রাজ্যে আসছে ইউজিসি-র অ্যান্টি র‌্যাগিং দল, বৈঠকে বসছে যাদবপুরের তদন্ত কমিটি, যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনায় এবার হস্তক্ষেপ ইউজিসি (UGC)-র। সোমবারের মধ্যে প্রাথমিক রিপোর্ট তলব করা হয়েছে। আগামি সপ্তাহেই রাজ্যে আসছে ইউজিসি (UGC) -র অ্যান্টি র‌্যাগিং দল। অপরদিকে, সোমবার বৈঠকে বসছে যাদবপুরের (Jadavour) তদন্ত কমিটি। তারপর সেই রিপোর্ট দেওয়া হবে ইউজিসি (UGC) -কে। আগামি সপ্তাহেই রাজ্যে আসছে ইউজিসি-র অ্যান্টি র‌্যাগিং দল। সোমবার বৈঠকে বসছে যাদবপুরের (Jadavpur) তদন্ত কমিটি। তারপর সেই রিপোর্ট দেওয়া হবে ইউজিসি (UGC)-কে।

 

 

 

 

 

 

 

উল্লেখ্য, গত বুধবার (১৫ অগস্ট) যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেল (Jadavpur University Hostel) থেকে পড়ে মৃত্যু হয় প্রথম বর্ষের পড়ুয়ার। ‘সিনিয়রদের’ র‌্যাগিংয়ের বলি হতে হয়েছে তাঁকে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। এই ঘটনার পর তোলপাড় হয় রাজ্য-রাজনীতি। রাজ্যপাল তথা সি ভি আনন্দ বোস পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।এই ঘটনার পর হাই লেভেল অ্যান্টি র‍্যাগিং কমিটি তৈরির চিন্তাভাবনাও করেন রাজ্যপাল বোস। গত শুক্রবার রাজভবনে যাদবপুর-সহ অন্যান্য প্রতিষ্ঠানের অধ্যাপকদের নিয়ে একপ্রস্থ বৈঠকও সারেন তিনি।

 

 

 

আরও পড়ুন – পুজোর প্রস্তুতি শুরু পুলিশের, পুজোর ভিড় সামলানোর জন্য কী কী ব্যবস্থা নেওয়া…

 

 

 

 

 

পড়াশোনার বিচারে রাজ্য তথা দেশের অন্যতম সেরা প্রতিষ্ঠান যাদবপুর বিশ্ববিদ্যালয়। সেই বিষয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু বারংবার এই শিক্ষা প্রতিষ্ঠানে যে ঘটনা ঘটছে তাতে ইউজিসি উদ্বিঘ্ন। সূত্রের খবর, প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই ইউজিসি-র কাছে একাধিক অভিযোগ দায়ের হয়েছে। তার ভিত্তিতেই ইউজিসি-র একটি বিশেষ দল তারা রাজ্যে আসছে। এছাড়াও সোমবার ইউজিসি একটি প্রাথমিক রিপোর্ট তলব করেছে বিশ্ববিদ্যালয়ের কাছে। সেই রিপোর্ট জমা দেওয়ার আগে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ তদন্ত কমিটি বৈঠকে বসছে। শুধু তাই নয়, বৈঠকে বসতে চলেছে ‘অ্যান্টি র‌্যাগিং স্কোয়াডও’।

 

( সব খবর, ঠিক খবর ,প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook  পেজ এবং Youtube)

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top