৩ দিনেই ১০০ কোটি পার ‘গদর ২’-এর! ‘ও মাই গড’ -এর আয় কত? পুরনো চাল ভাতে বাড়ে– এই প্রবাদকেই যেন কার্যত সত্যি প্রমাণ করলেন ‘গদর ২’-এর নির্মাতারা। ২০০১ সালে তৈরি এক ছবির দ্বিতীয় পর্বই এখন দাপিয়ে বেড়াচ্ছে বক্সঅফিস। অনিল শর্মা পরিচলিত ছবিটি প্রথম দিনে আয় করেছিল ৪০ কোটি টাকা। দ্বিতীয় দিন অর্থাৎ শনিবার সেই আয় আরও বাড়ে, আর তৃতীয় দিনে আয় ছাপিয়ে যায় ‘লাল সিং চাড্ডা’র মোট আয়কে। দ্বিতীয় দিনে ‘গদর ২’ আয় করেছিল ৪৩ কোটি টাকারও বেশি। আর তৃতীয় দিনে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৫২ কোটি টাকা! তাহলেই ভাবুন! পর্দায় সানি দেওল-আমিশা পটেল ম্যাজিক আজও মারকাটারি।
তবে বাংলায় ‘গদর ২’এর আয় কিন্তু নির্মাতাদের আশানুরূপ হয়নি। ওই একই দিনে এ রাজ্যে মুক্তি পেয়েছে দেব অভিনীত ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’। বাঙালি দর্শক তা দেখতেই ভিড় জমিয়েছেন। অন্যদিকে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ও দেখতে ভালই ভিড় জমিয়েছেন দর্শক। তবে বাকি রাজ্যে যেভাবে এগিয়ে চলেছে ‘গদর’-এর গাড়ি, এক সপ্তাহ পর আয় গিয়ে কোথায় দাঁড়ায় এখন সেটাই দেখার।
আরও পড়ুন – ব্লু টিক খোয়াল বিসিসিআই! বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড কী করে হারাল…
একই দিনে মুক্তি পেয়েছে আরও এক ছবির সিকুয়াল। তা হল অক্ষয় কুমারের (Akshay KUmar) ‘ওহ মাই গড ২’। এই ছবির আয় বাকি ‘গদর ২’-এর মতো মারকাটারি নয়। এখনও পর্যন্ত ওই ছবি তিন দিনে আয় করেছে ৪৩ কোটি টাকা। প্রথম দিমে ওই ছবি আয় করেছিল ১০ কোটি ২৬ লক্ষ। দ্বিতীয় দিনে তা গিয়ে দাঁড়ায় ১৫ কোটি ৩০ লক্ষতে। আর তৃতীয় দিনে ওই ছবি আয় করেছে ১৪ কোটি ৩৮ লক্ষ টাকা।
( সব খবর , ঠিক খবর, প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube )