শিবের মাথায় জল ঢেলে ফেরার পথে পিকআপ ভ্যান উল্টে জখম কমপক্ষে ৩০ জন , শ্রাবণ মাসের শেষ সোমবার ছিল আজ। সেই কারণে ষাঁড়েশ্বর মন্দিরে শিবের মাথায় জল ঢালতে গিয়েছিলেন। কিন্তু ফেরার পথে পিকআপ ভ্যান উল্টে জখম হলেন কমপক্ষে ৩০ জন। এদের মধ্যে বেশ কয়েকজনের আঘাত গুরুতর। আজ ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বিষ্ণুপুর থানার ধানগড়ার কাছে। আহতদের উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেই সময় পিক আপ ভ্যানটি ধানগড়্যার কাছাকাছি আসতেই আচমকাই সেটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উল্টে যায়। প্রথমে স্থানীয় বাসিন্দারা ও পরে খবর পেয়ে বিষ্ণুপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়।
আহত এক পুণ্যার্থী বলেন, “আমরা শিবের মাথায় জল ঢেলে বাড়ি যাব। গাড়িটা খুব জলে চলছিল। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে মুখ থুবড়ে পড়ে গেলে। এরপর আশপাশের লোকজন আমাদের উদ্ধার করে নিয়ে যায়।”
শ্রাবণী মেলা উপলক্ষে বাঁকুড়ার বিষ্ণুপুর ব্লকের সুপ্রাচীন ষাঁড়েশ্বর মন্দিরে শিবের মাথায় জল ঢালতে গিয়েছিলেন ৪০ পুণ্যার্থী। ওন্দা ব্লকের রানিখামারের বাসিন্দা তাঁরা। আজ সকালে শিবের মাথায় জল ঢেলে তাঁরা একটি পিক আপ ভ্যানে চড়ে নিজেদের গ্রাম রানিখামারে ফিরছিলেন।
আরও পড়ুন – এগিয়ে এল আগামী বছরের কলকাতা বইমেলা দিনক্ষণ?কবে শুরু,শেষই বা কবে?
আরও পড়ুন – ২৪-এর লোকসভায় BJP এবং কংগ্রেস ক’টি করে আসন পাবে? জানুন সমীক্ষা রিপোর্ট
সেই সময় পিক আপ ভ্যানটি ধানগড়্যার কাছাকাছি আসতেই আচমকাই সেটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উল্টে যায়। প্রথমে স্থানীয় বাসিন্দারা ও পরে খবর পেয়ে বিষ্ণুপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়।
আরও পড়ুন – ভারী বৃষ্টির জেরে উত্তরাখণ্ডে জারি লাল সতর্কতা, স্থগিত চার ধাম যাত্রা
( সব খবর, ঠিক খবর, প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube)