শ্রাবণ শুক্লপক্ষ শুরু কবে? শ্রাবণ পূর্ণিমার গুরুত্ব বেড়েছে চারগুণ, রইলো বিস্তারিত , ক্যালেন্ডার অনুসারে, মলমাস শেষ হচ্ছে ১৬ অগস্ট। আগামী ১৭ অগস্ট বৃহস্পতিবার থেকে শুরু হবে শ্রাবণ শুক্লপক্ষ। শ্রাবণ মাসের শুক্লপক্ষ ৭ কারণে গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই তিথি এত কেন, গুরুত্বপূর্ণ, তা জানা জরুরি। কারণ, এই তিথিতেই পালিত হবে গুরুত্বপূর্ণ উপবাস, উৎসব ও ব্রত। সারা বছর ধরে মানুষ যে যে ব্রতের জন্য অপেক্ষা করে থাকেন, সেই সেই ব্রত-উত্সব- উপোস এইমাসেই পালিত হতে চলেছে। হরিয়ালি তীজ, নাগ পঞ্চমী, শ্রাবণ পুত্রদা একাদশী, শ্রাবণ প্রদোষ ব্রত, শ্রাবণ পূর্ণিমা ও রাখী বন্ধন পালিত হবে শ্রাবণ মাসের শুক্লাপক্ষেই। শ্রাবণ শুক্লপক্ষে যে যে ৭ উপবাস এবং উত্সব অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে পালিত হবে তা জেনে নিন একনজরে…
শ্রাবণ সোমবার ব্রত-উত্সব
শ্রাবণের ৬ উপবাস ও উত্সবের পরে, সোমবারও শুক্লপক্ষের একটি গুরুত্বপূর্ণ অংশ। এ বছর শ্রাবণ মাসের শুক্লপক্ষে দুটি সোমবার উপবাস রয়েছে। প্রথমটি ২১ অগস্ট ও দ্বিতীয়টি হল ২৮ অগস্ট।
হরিয়ালি তীজ ২০২৩
হরিয়ালি তীজ পালিত হবে শ্রাবণ শুক্লপক্ষের তৃতীয় তিথিতে। এ বছর ১৯অগস্ট শনিবার পালিত হবে হরিয়ালি তীজ। স্বামীর দীর্ঘায়ু ও সুখী দাম্পত্য জীবনের প্রার্থনায় বিবাহিত মহিলারা নির্জলা উপবাস রাখেন। এই দিনে সবুজ রঙকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দেওয়া হয়। এই উপবাস বছরে একবারই পালন করা হয়। চলতি বছর, হরিয়ালি তীজের তৃতীয় তিথি থাকবে ১৮ অগস্ট রাত ৮টা ১ মিনিট থেকে ১৯ অগস্ট রাত ১০টা ১৯ মিনিট পর্যন্ত।
নাগ পঞ্চমী ২০২৩
এ মাসের দ্বিতীয় বড় উৎসব নাগ পঞ্চমী পালিত হবে শ্রাবণ শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে। এদিনে ভক্তরা সর্পদেবতার পুজো করে থাকেন। চলতি বছর নাগ পঞ্চমী পড়েছে ২১ অগস্ট, সোমবার। পুজোর মুহুর্ত সকাল ৫টা ৩৩ মিনিট থেকে ৮টা ৩০ মিনিট পর্যন্ত। রাশিফলের কালসর্প দোষ থেকে মুক্তি পাওয়ার জন্য নাগ পঞ্চমী হল সেরা দিন।
শ্রাবণ পুত্রদা একাদশী ২০২৩
শ্রাবণ শুক্লপক্ষের একাদশী তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। যাঁরা সন্তানসুখ থেকে বঞ্চিত, বিশেষ করে তাঁরা এদিনে একাদশীর উপবাস পালন করে থাকেন। এ বছর ২৭ অগস্ট পালিত হবে শ্রাবণ পুত্রদা একাদশী। একাদশী তিথি ২৭ অগস্ট মধ্যরাত ১২টা ৮ মিনিট থেকে ২৭ অগস্ট ৯টা ৩২ মিনিট পর্যন্ত পালিত হবে। এদিন বিষ্ণুর পুজো ও উপবাস রাখলে পুত্রসন্তান লাভ করতে পারেন ভক্তরা।
শ্রাবণ প্রদোষ ব্রত ২০২৩
এ মাসের শুক্লপক্ষের প্রদোষ ব্রত গুরুত্বপূর্ণ। চলতি বছর শ্রাবণ প্রদোষ ব্রত পালিত হবে ২৮ অগস্ট সোমবার। সেই দিন শিবপুজোর জন্য প্রদোষ মুহুর্ত হল সন্ধ্যা ৬টা ৪৮ মিনিট থেকে রাত ৯টা ২ মিনিট পর্যন্ত। সোম প্রদোষে শিবের আরাধনা করলে মনের সব ইচ্ছা পূরণ হয়।
আরও পড়ুন – বক্স অফিসে রজনীকান্ত ঝড়, ওটিটি-তে কত কোটিতে বিক্রি হল ‘জেলার’
রাখী বন্ধন ২০২৩
শ্রাবণে শুক্লপক্ষের পূর্ণিমা তিথি অর্থাৎ শ্রাবণ পূর্ণিমা ভাই-বোনের ভালোবাসার প্রতীক। এদিনে রাখী বন্ধনের উৎসব পালিত হয় সারাদেশজুড়ে। এ বছর ৩০ ও ৩১ অগস্ট পালিত হবে এই জনপ্রিয় উত্সব। ভাদ্রের কারণে দু দিন ধরে পালিত হবে রাখি উৎসব। ৩০ অগস্ট, রক্ষাবন্ধন মুহুর্ত হবে রাত ৯টা ১ মিনিট পরে ও ৩১ অগস্ট, রাখি বাঁধার শুভ সময় ৭টা ৫ মিনিট পর্যন্ত থাকবে।