বিসিসিআইয়ের ব্লু টিক ফিরেও বেশিক্ষণ টিকল না, ফের হল উধাও! কী চলছে বিসিসিআইয়ের (BCCI) সোশ্যাল মিডিয়ায়? দিন কয়েক আগে মাইক্রো ব্লগিং সাইট এক্স (অতীতে যা টুইটার বলে পরিচিত ছিল) থেকে ব্লু টিক এর ভেরিফিকেশন চিহ্ন হারিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। আসলে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার (১৩ অগস্ট) নেটিজ়েনজের কাছে X এর ডিসপ্লে পিকচারে তেরঙ্গার ছবি দেওয়ার কথা জানান। প্রচুর দেশবাসী ‘হর ঘর তিরঙ্গা’ ক্যাম্পেনের অংশ হিসেবে X এর ডিপিতে ভারতের পতকার ছবি দেন। বিসিসিআইও সেই মতো ১৪ অগস্ট X এর ডিপিতে তেরঙ্গার ছবি দেয়। যার ফলে ব্লু টিক হারায় বিসিসিআই। সদ্য ফিরেছিল বিসিসিআইয়ের ব্লু টিক। কিন্তু বেশিক্ষণ টিকল না। কিন্তু কেন?
কেন আবার বিসিসিআইয়ের ব্লু টিক উধাও গয়ে গেল? আসলে আজ, ১৭ অগস্ট বিসিসিআই তাদের ডিপিতে তেরঙ্গার ছবি বদল করে। আর তা করতেই আবার ভারতীয় ক্রিকেট বোর্ডের X অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যায় ব্লু টিক। যদিও এই নিয়ে বেশি চিন্তা করার মতো কিছু হয়নি। কারণ, আবার X ম্যানেজমেন্ট বিসিসিআইয়ের অ্যাকাউন্ট রিভিউ করবে এবং কয়েক দিনের মধ্যে আবার ফিরবে ব্লু টিক।
আরও পড়ুন – সৌদি প্রো লিগের আল হিলালে সই করেছেন নেইমার, আল হিলালে কী কী…
আসলে ইলন মাস্কের মালিকানাধীন X এর নয়া নিয়ম অনুযায়ী, ভেরিফায়েড কোনও অ্যাকাউন্টের নাম এবং ডিসপ্লে পিকচারে অন্য কিছু ব্যবহার করা চলবে না। কোনও ভেরিফায়েড অ্যাকাউন্টে ছবি না নাম বদল হলে খোয়া যাবে ব্লু টিক। যদিও ব্লু টিক আবার ফিরে পাওয়ার সম্ভবনা থাকছে সকলের জন্য। আসলে X এর ম্যানেজমেন্টের পক্ষ থেকে নাম বা ডিপি বদল করা অ্যাকাউন্টটি রিভিউ করা হয়ে থাকে। গাইডলাইন অনুযায়ী, কোনও সমস্যা না থাকলে ফিরে পাওয়া যায় ব্লু টিক। যদিও তার জন্য ৩-৪ দিন সময় লাগে। সেই মতোই ১৪ অগস্ট ব্লু টিক খোয়ানো বিসিসিআই আজ, ১৭ অগস্ট ফিরে পেয়েছিল ব্লু টিক। কিন্তু তা বেশিক্ষণ স্থায়ী হয়নি।