CID তদন্ত নিয়ে এদিন চরম অসন্তোষ প্রকাশ করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি।মুর্শিদাবাদ জেলার সুতি গোঠা এআর হাইস্কুলের শিক্ষক নিয়োগ মামলার CID তদন্ত নিয়ে আগেই অসন্তোষ প্রকাশ করেছিল কলকাতা হাইকোর্ট।এমনকী CBI তদন্তের হুঁশিয়ারি দিয়ে বিচারপতি বিশ্বজিৎ বসু।বৃহস্পতিবার ফের এই মামলার CBI তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট।এই মামলার তদন্ত নেমে উপযুক্ত তথ্য প্রমাণ পেয়েও কোনও লাভ হয়নি বলে এদিন মন্তব্য করেন বিচারপতি বিশ্বজিৎ বসু।
এই মামলার পূর্ববর্তী শুনানিতে CID তদন্তের গতিপ্রকৃতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে কলকাতা হাইকোর্ট।বিচারপতি বসু বলেন,’এই ঘটনার পিছনে একটা চক্র ছিল,CID-কে তা খুঁজে বের করতে বলা হয়েছিল।রাজ্যের এজেন্সির উপর ভরসা করেছিল আদালত।কিন্তু এখন মোহ ভঙ্গ হচ্ছে।CID ডিআইজিকে ব্যাখ্যা দিতে হবে।’
আদালতে এই মামলার শুনানির সময় বিচারপতি বসু বলেন, ‘আশা করব CID কাউকে রক্ষা করার চেষ্টা করবে না।’ CID তদন্তের গতিপ্রকৃতি নিয়ে হতাশা প্রকাশ করে বিচারপতি বসু আরও বলেন,’অভিযুক্তরা সব মিথ্যে ডকুমেন্টস তৈরি করত। খুব বড় প্ল্যান করে এই বেনিয়ম করা হয়েছে।বোর্ড ও কমিশন রেকর্ডে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে।সেগুলি CID-কে দিয়েও কোনও লাভ হয়নি।কী ভাবে অপরাধের নকশা তৈরি হয়েছিল,CID-র জমা দেওয়া ছ’টি রিপোর্টেও তাঁর কোনও উল্লেখ নেই।’
বিচারপতি আরও বলেন,’CID-র জমা দেওয়া রিপোর্টে এই ধরনের অপরাধ কমানোর কোনও উপায়ের উল্লেখ নেই।বেনিয়ম করে যিনি শিক্ষকের চাকরি পেয়ছেন তাঁর বিএড সার্টিফিকেট জাল।জমা দেওয়া সব শংসাপত্র জাল।র্যাঙ্ক জাম্প করে যাঁদের নাম সুপারিশ করা হয়নি,তাঁদের বিরুদ্ধে অভিযোগ করার আগে তথ্য দরকার।ভয় হচ্ছে তথ্য মুছে না দেওয়া হয়।’
CID-র ডিআইজির উদ্দেশে বিচারপতি বসু বলেন,’আপনার উপর অনেক ভরসা রেখেছিলাম।এজেন্সির সঙ্গে আমাদের কোনও ঝগড়া নেই।আপনি কাজ করেননি।আপনার ব্যবহারে গাফিলতি ছিল।এই মামলার তদন্তে সক্রিয় হওয়ার দরকার ছিল।’আগামী ১ সেপ্টেম্বর এই মামলার শুনানি রয়েছে।
আরো পড়ুন – আম্বানির রিলায়েন্সকে টেক্কা দিতে রতন টাটার ভাই নোয়েল টাটা নতুন পোশাক ব্র্যান্ড…
এদিন আদালতে শুনানির সময় রাজ্যের আইনজীবী রুদ্রদীপ্ত নন্দী বলেন,’এটা গভীর ষড়যন্ত্র।এই ঘটনার তদন্ত করে ফেব্রুয়ারি ও মার্চ মাসে ৩টি রিপোর্ট দেওয়া হয়েছে।পরবর্তীকালে আরও ৩টি রিপোর্ট দেওয়া হয়েছে।এটি বড় ধরনের দুর্নীতি। হাওড়া ও মুর্শিদাবাদ দুটি জেলার সঙ্গে এই ঘটনার সংযোগ রয়েছে।’