দুর্যোগের আশঙ্কায় জারি কমলা সতর্কতা, কেমন থাকবে আবহাওয়া ? আবহাওয়া দফতর সূত্রে খবর, মৌসুমী অক্ষরেখা বর্তমানে অবস্থান করছে হিমালয়ের পাদদেশ সংলগ্ন এলাকায়। আজ, শনিবার থেকে কলকাতা তথা দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টির পরিমাণ। তবে, নতুন করে দুর্যোগের আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না আবহাওয়াবিদরা। উত্তরবঙ্গের জন্য কমলা সতর্কতা (Ornage Alert) জারি করল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। ২৩ অগস্ট অর্থাৎ বুধবার থেকে ২৫ অগস্ট অর্থাৎ শুক্রবার পর্যন্ত কমলা সতর্কতা জারি থাকছে উত্তরের একাধিক জেলায়। সেই তালিকায় থাকছে দার্জিলিং সহ উত্তরবঙ্গের পাঁচ জেলা। তার আগে ২১ তারিখ অর্থাৎ সোমবার থেকেই উত্তরের জেলাগুলিতে ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে।
শনিবার ও রবিবার উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কম থাকবে। হালকা বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে। অন্যদিকে, সোমবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ফলে তাপমাত্রাও বাড়বে কিছুটা, খুব বেশি নয়। আপাতত স্বস্তি দায়ক তাপমাত্র থাকলেও অস্বস্তি বাড়তে পারে আর্দ্রতা। আগামী কয়েকদিন এমনই অবস্থা থাকবে বলে জানা গিয়েছে। মঙ্গলবার থেকে ফের বাড়বে বৃষ্টি।
কলকাতায় শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭৫ থেকে ৯৪ শতাংশ।
আরও পড়ুন – টানা বৃষ্টি ও ধসে বিপর্যস্ত হিমাচল প্রদেশ, ‘রাষ্ট্রীয় বিপর্যয়’ ঘোষণা হিমাচল সরকারের
আবহাওয়া দফতর সূত্রে খবর, মৌসুমী অক্ষরেখা বর্তমানে অবস্থান করছে হিমালয়ের পাদদেশ সংলগ্ন এলাকায়। নিম্নচাপ এলাকা অমৃতসর, হিশার, দিল্লি (Delhi), হার্দোই, বারানসি থেকে বিস্তৃত হয়ে পৌঁছেছে ওড়িশা ও ঝাড়খণ্ড (Jharkhand) পর্যন্ত। সোমবার থেকে নিম্নচাপ অক্ষরেখা উত্তরের দিকে ক্রমে সরে যাবে বলেই জানা গিয়েছে। আগামী তিন দিনের মধ্যে নিম্নচাপের প্রভাব পড়বে উত্তর ওড়িশা (Odisa) ও উত্তর ছত্তিশগড়ে।
( সব খবর, ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube )