পেঁয়াজের রফতানিতে অতিরিক্ত শুল্ক বসাল কেন্দ্র, আগামী মাস অর্থাৎ সেপ্টেম্বর থেকে পেঁয়াজের দাম আরও বৃদ্ধি পাবে বলে বিশেষ সূত্র মারফৎ খবর এসেছিল। পেঁয়াজের দাম কেজি প্রতি ৭০ টাকা থেকে ৮০ টাকা উঠবে বলে জানা যায়। গত কয়েক মাস ধরেই টম্যাটোর দামে চোখের জল ঝরছে আমজনতার। এবার পেঁয়াজের দাম (Onion price) বৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে। সেই আশঙ্কা ঠেকাতে এবং পেঁয়াজের জোগান ধরে রাখতে রফতানির উপর রাশ টানল কেন্দ্রীয় সরকার। পেঁয়াজের রফতানিতে ৪০ শতাংশ শুল্ক বসাল কেন্দ্র। শনিবারই এব্যাপারে বিবৃতি দিয়েছে অর্থমন্ত্রক (Finance Ministry)।
বর্তমানে ২৮ টাকা থেকে ৩২ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ। আগামী মাস অর্থাৎ সেপ্টেম্বর থেকে পেঁয়াজের দাম আরও বৃদ্ধি পাবে বলে বিশেষ সূত্র মারফৎ খবর এসেছিল। পেঁয়াজের দাম কেজি প্রতি ৭০ টাকা থেকে ৮০ টাকা উঠবে বলে জানা যায়। মূলত, পেঁয়াজের জোগান কমে যাওয়ার জন্যই দাম বাড়তে পারে। তাই দাম বৃদ্ধি ঠেকাতে জোগান বজায় রাখতেই কেন্দ্রীয় সরকার পেঁয়াজের রফতানির উপর অতিরিক্ত শুল্ক চাপাল বলে ওয়াকিবহাল মহলের অনুমান।
প্রসঙ্গত, প্রায় মাস দুয়েক ধরে টম্যাটোর অতিরিক্ত মূল্যবৃদ্ধিতে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। কোথাও ৮০-৯০ টাকা কেজি তো কোথাও ১২০-১৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে টম্যাটো। টম্যাটোর দামে রাশ টানতে ন্যাশনাল কো-অপারেটিভ কনজিউমার্স ফেডারেশন (NCCF) এবং ন্যাশনাল এগ্রিকালচার কো-অপারেটিভ মার্কেটিং ফেডারেশন (NAFED)-কে পাইকারী বাজারে টম্যাটো ৫০ টাকা কেজি দরে বিক্রি করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। ১৫ অগস্ট, স্বাধীনতা দিবস থেকেই পাইকারী বাজারে টম্যাটো ৫০ টাকা কেজি দরে বিক্রি শুরু হয়েছে। এর মধ্যে পেঁয়াজের দাম যেভাবে ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে, গোড়াতেই লাগাম না টানলে পরিস্থিতি সংকটজনক হতে পারে। তাই পেঁয়াজের দাম বৃদ্ধির খবর পেতেই বিশেষ পদক্ষেপ করল কেন্দ্র।
আরও পড়ুন – কলকাতায় ‘রাম মন্দির’, উদ্বোধনে অমিত শাহ!
অর্থমন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, পেঁয়াজের রফতানিতে ৪০ শতাংশ শুল্ক জারি করছে কেন্দ্রীয় সরকার। চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত এই শুল্ক জারি থাকবে। এদিন বিবৃতি জারির সঙ্গে সঙ্গেই এই নির্দেশিকা কার্যকর করা হল।