উত্তরাখণ্ডের দেরাদুনে ভেঙে পড়ল তপকেশ্বর শিব মন্দির,৫ জেলায় জারি সতর্কতা,প্রচণ্ড বৃষ্টি ও ধসের জেরে প্রসিদ্ধ শিব মন্দির ভেঙে পড়ে অনেকের মৃত্যুর সাক্ষ্য হয়েছে সিমলা।সেই ঘটনার রেশ এখনও কাটেনি।সপ্তাহ খানেকের মধ্যে ফের প্রায় একই ঘটনা ঘটল।এবার উত্তরাখণ্ডের দেরাদুনে ভেঙে পড়ল তপকেশ্বর শিব মন্দির।সোমবার সকালে মন্দিরটি ভেঙে পড়ার সময় বহু পুণ্যার্থী সেখানে জড়ো হয়েছিলেন। বরাতজোরে এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত প্রাণহানির কোনও খবর নেই।তবে নতুন করে বৃষ্টি শুরু হওয়ায় উত্তরাখণ্ডের ৫ জেলায় সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।অন্যদিকে, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে বৃষ্টি ও ভূমিধসের জেরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৮।
আবহাওয়া দফতর সূত্রে খবর,সোমবার সকাল থেকে নতুন করে বৃষ্টিপাত শুরু হয়েছে হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে।আগামিকাল অর্থাৎ মঙ্গলবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।২২ অগস্ট থেকে আগামী ২৪ অগস্ট,বৃহস্পতিবার পর্যন্ত হিমাচলে কমলা সতর্কতাও জারি হয়েছে।আবার চম্বা ও মান্ডি জেলায় ২৬ অগস্ট পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে।
অন্যদিকে,অতিরিক্ত বৃষ্টিপাতের জেরে ফের ভূমিধসের আশঙ্কা দেখা দিয়েছে উত্তরাখণ্ডে।অপ্রীতিকর ঘটনা এড়াতে উত্তরাখণ্ডের ৫ জেলা-দেরাদুন,পাউরি,নৈনিতাল,চম্পাওয়াত এবং বাগেশ্বরে সতর্কতা জারি করা হয়েছে।গোটা পরিস্থিতির উপর নজরদারি করছেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি স্বয়ং।
হিমাচল,উত্তরাখণ্ডের পাশাপাশি বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে পঞ্জাব,হরিয়ানাতেও।পঞ্জাবের মোহালি এবং হরিয়ানার পাঁচকুলা-সহ চণ্ডীগঢ়ের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে।আগামী দু-দিন এই শহরগুলিতে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
আরও পড়ুন – ৮৪ বছরে রেকর্ড! লন্ডভন্ড ক্যালিফোর্নিয়া, উদ্বেগ বাড়াল ভূমিকম্প,
প্রশাসন সূত্রে খবর,সিমলায় ভেঙে পড়া শিব মন্দিরের ধ্বংসাবশেষ থেকে আরও একটি দেহ উদ্ধার হয়েছে।যার জেরে হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৮। এর মধ্যে এদিন সকালে নতুন করে বৃষ্টিপাত শুরু হয়েছে দুই রাজ্যে।যার জেরে উত্তরাখণ্ডের দেরাদুনে তপকেশ্বর শিব মন্দিরের একাংশ ভেঙে পড়ে।গাছ ভেঙে পড়ে বন্ধ হয়ে যায় তপকেশ্বর মন্দিরে ঢোকার পথ।স্থানীয় প্রশাসনের এক আধিকারিক জানান, শ্রাবণ মাসের সোমবার উপলক্ষ্যে এদিন সকালে পুণ্যার্থীরা তপকেশ্বর মন্দিরে শিবের মাথায় জল ঢালতে গিয়েছিলেন।সেই সময়ই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে মন্দিরের একাংশ।বরাতজোরে এই দুর্ঘটনায় হতাহতের কোনও ঘটনা ঘটেনি।আগাম সতর্কতা হিসাবে আগামী কয়েকদিনের জন্য ৫ জেলায় এদিন সতর্কতা জারি করা হয়েছে।