রাতারাতি আরও বড়লোক গৌতম আদানি! 24 ঘন্টার মধ্যে টপকে গেলেন দুই ধনকুবেরকে, বিশ্বের ধনকুবেরদের তালিকায় ফের একবার সাড়া ফেলে দিলেন ধনকুবের গৌতম আদানি। প্রতিদিন তিনি সম্পত্তি বাড়িয়ে ধনী তালিকায় ক্রমশই উপরের দিকে উঠছেন। সোমবার আসা রিপোর্টে জানা গিয়েছিল গৌতম আদানির সম্পত্তি 2.92 বিলিয়ন ডলার বেড়ে যাওয়ায় তিনি বিশ্বের 20তম ধনকুবের হয়ে উঠেছেন। কিন্তু মাত্র কয়েক ঘণ্টার বিরতিতেই মঙ্গলবার মিলল আরও টাটকা আপডেট। ধনী তালিকায় আরও দু’ধাপ এগোলেন ভারতীয় ধনকুবের। ফলে বিশ্বের ধনকুবেরদের তালিকায় তাঁর স্থান এখন 18।
গৌতম আদানির মোট সম্পত্তি কত?
গৌতম আদানির সম্পত্তি কয়েক ঘণ্টার মধ্যে 17,000 কোটি টাকার বেশি বৃদ্ধি পাওয়ার ফলে তিনি উঠে এসেছেন ধনী তালিকায় 18 নম্বরে। ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুসারে, বর্তমানে গৌতম আদানির মোট সম্পত্তির পরিমাণ 65.9 বিলিয়ন ডলার, যা কিনা ভারতীয় মুদ্রায় 5 লাখ 47 হাজার কোটি টাকা। গত দুই ব্যবসায়িক দিনের দিকে তাকালে দেখা যাচ্ছে, শুক্রবার ও সোমবার শেয়ার বাজারে তালিকাভুক্ত আদানির শেয়ারগুলি দুর্দান্ত পারফরম্যান্স দিয়েছে। শেয়ার বৃদ্ধির ফলে আদানি গ্রুপের বাজার মূলধনও 11 লাখ কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে। জানুয়ারি মাসে হিন্ডেনবার্গ ধাক্কার পর এই প্রথম আদানি গ্রুপের বাজার মূলধন 11 লাখ কোটি টাকা পেরল।
সোমবার 18 নম্বরে ছিল চার্লস কোচ। আদানির সম্পত্তি যেখানে গত 24 ঘণ্টায় হু হু করে বেড়েছে, সেখানে চার্লস কোচের সম্পত্তি 145 মিলিয়ন ডলার কমেছে। এছাড়া 19 নম্বরে থাকা ধনকুবেরকেও টপকেছেন আদানি। ফলে এখন তিনি রয়েছেন বিশ্বের ধনী তালিকায় 18 তম স্থানে।
বিশ্বের ধনকুবেরদের তালিকায় গৌতম আদানি 18তম স্থানে থাকলেও তাঁর থেকে অনেকটা এগিয়ে রয়েছে ভারতীয় ধনীতম ব্যক্তি মুকেশ আম্বানি। রিলায়েন্স চেয়ারম্যান মুকেশ আম্বানির বর্তমান সম্পত্তির পরিমাণ 94.6 বিলিয়ন ডলার, যা ভারতীয় মুদ্রায় হয় 7 লাখ 85 হাজার কোটি টাকা। বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় তিনি রয়েছেন 11তম স্থানে।
আরও পড়ুন – সিম কার্ড স্থানান্তর করতে নয়া নিয়ম , Google নিয়ে আসছে বিশেষ ফিচার,…
মাত্র 24 ঘন্টার মধ্যে আদানি দু’জন বিলিয়নিয়ারকে পিছনে ফেলেছেন। ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্সের সর্বশেষ আপডেট অনুসারে, গৌতম আদানির মোট সম্পত্তি রাতারাতি 2.14 বিলিয়ন ডলার বা প্রায় 17,780 কোটি টাকা বেড়েছে।