‘অপরাধী নই, অপরাধী সাজানো হয়েছে আমাকে’, আদালতে প্রবেশের সময় সৌরভের দাবি , প্রিজ়ন ভ্যান থেকে মুখ বার করে আগেও বলেছিলেন। মঙ্গলবার আদালতে হাজির করানোর সময় আবার সৌরভ চৌধুরী দাবি করলেন, তিনি অপরাধী নন। যাদবপুরকাণ্ডে অন্যতম অভিযুক্ত জানিয়েছেন, তাঁকে ‘অপরাধী’ সাজানো হয়েছে।
এর আগে রবিবার প্রিজন ভ্যান থেকে সৌরভ দাবি করেছিলেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে র্যাগিংয়ের কোনও ঘটনা ঘটেনি। মৃত ছাত্র নিজেই হস্টেলের বারান্দা থেকে ঝাঁপ দিয়েছিলেন। যাদবপুরকাণ্ডে ওই প্রথম কোনও অভিযুক্ত প্রকাশ্যে এ ভাবে অভিযোগ খারিজ করেন। রবিবার আলিপুর আদালত থেকে প্রিজ়ন ভ্যানে করে কয়েক জন ধৃতকে নিয়ে যাওয়া হয়েছিল হেফাজতে। সে সময়ই ভ্যান থেকে মুখ বার করে সৌরভ দাবি করেন, তাঁরা গরিব বলে ফাঁসানো হচ্ছে। কোনও র্যাগিং হয়নি। পুলিশ তদন্ত করবে সেটা। বারান্দা থেকে ঝাঁপ দিয়েছে ওই ছাত্র। এটুকুই তাঁদের চোখের সামনে ঘটেছে। তাঁর কথায়, ‘‘মানসিক অত্যাচারের অভিযোগ মিথ্যা। জিবি কী কারণে হয়েছে, আমি জানি না। আমরা কোনও অপরাধী নই। আমরা ন্যায্য বিচার চাই।’’
যাদবপুরে প্রথম বর্ষের ছাত্রের মৃত্যুতে ইতিমধ্যে ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রের খবর, ধৃতদের মোবাইল থেকে ‘তথ্য’ উদ্ধার করেছে পুলিশ। কী রয়েছে সেই তথ্যে, এখন সেই প্রশ্নই উঠছে। পুলিশের একাংশ মনে করছে, এই তথ্য তদন্তে সাহায্য করবে। ধৃতদের বয়ানের সঙ্গেও এই তথ্য মিলিয়ে দেখতে চাইছে পুলিশ বলে খবর।
আরও পড়ুন – ‘যাদবপুরে রাতের অন্ধকারে মাদক পাচার হত’, বললেন শুভেন্দু।
মঙ্গলবার আলিপুর আদালতে হাজির করানো হয়েছে যাদবপুরকাণ্ডে ধৃত সৌরভ, মনোতোষ ঘোষ এবং দীপশেখর দত্তকে। তাঁদের পুলিশি হেফাজতের মেয়াদ শেষ হয়েছে মঙ্গলবার। আদালতে প্রবেশের সময় সৌরভ দাবি করেন, ‘‘আমি অপরাধী নই। অপরাধী সাজানো হয়েছে আমাকে।’’ এর পরেই আদালতের ভিতরে সৌরভকে নিয়ে যায় পুলিশ। বাকি দুই অভিযুক্ত মনোতোষ এবং দীপশেখর যদিও মুখ খুলতে চাননি।