টুইটারের নাম ‘X’ হতেই হু হ করে ডাউনলোড সংখ্যা কমতে শুরু করেছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এর

টুইটারের নাম ‘X’ হতেই হু হ করে ডাউনলোড সংখ্যা কমতে শুরু করেছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

টুইটারের নাম ‘X’ হতেই হু হ করে ডাউনলোড সংখ্যা কমতে শুরু করেছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এর । বিগত কয়েক দিনে একাধিক পরিবর্তন হয়েছে মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম টুইটারে।যোগ হয়েছে নতুন টুইটার ব্লু সাবস্ক্রিপশন যার মাধ্যমে অ্যাকাউন্টে ব্লু টিক পেয়ে থাকেন ইউজাররা।তবে এর মধ্যে সবথেকে বড় বদল টুইটারের নাম পরিবর্তন করা।গত মাসেই টুইটারে নাম বদলে ‘X’ রাখেন সংস্থা। তারপরই হইচই মেতে যায় ইন্টারনেটের।বহু জনের নানা মন্তব্য আসতে শুরু করে।কিন্তু নিজের সিদ্ধান্তে অনড় থাকেন এলন মাস্ক।কিন্তু তার এই সিদ্ধান্ত যে উল্টো পথে হাটতে শুরু করেছে।

 

 

 

 

 

 

 

 

 

এই ট্রেন্ড কপালে ভাজ ফেলেছে টুইটার তথা X কর্তাদের। অনেকের মতে,সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের নাম এবং লোগো পরিবর্তন হয়ে যাওয়ার ফলে মানুষদের কাছে অ্যাপটি চিনতে বাধা তৈরি করেছে।অনেকেই শনাক্ত করতে পারছেন না টুইটার।কারণ গত এক দশক ধরে নীল পাখি এবং টুইটার নামেই এই অ্যাপকে চিনত বিশ্ববাসী।

 

 

 

 

 

 

অনেকের দাবি,টুইটারের নতুন নাম ও চেহারা বিভ্রান্তি সৃষ্টি করেছে,ইন্টারনেট ইউজারদের কাছে টুইটারের নতুন ভিজ্যুয়াল অচেনা।তাছাড়া এতে নিল পাখির অতীত সম্পর্কে সামান্য উল্লেখটুকুও নেই।যার দরুন এই ডাউনলোডের সংখ্যায় এমন ঘাটতি।টুইটার ও X এর এমন ভোল বদল এবং ডাউনলোডের সংখ্যা কমে যাওয়ায় আপাতত কোনও প্রতিক্রিয়া দেননি এলন মাস্ক।

 

 

 

 

 

 

এরিক সুফার্ট নামক এক বিশ্লেষক একটি গ্রাফ শেয়ার করে দাবি করেন, প্ল্যাটফর্মের নাম X হয়ে যাওয়ার পর টপ ডাউনলোড চার্ট থেকে নেমে গিয়েছে অ্যাপটি। অ্যাপেল অ্যাপ স্টোর এবং অ্যান্ড্রয়েড প্লে স্টোর উভয় জায়গাতেই ধস নেমেছে অ্যাপের ডাউনলোডে।

 

 

 

 

 

 

 

 

 

আরও পড়ুন – আত্মসমর্পণ করতে চলেছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

 

 

 

এই সংখ্যাটি 31 জুলাই পর্যন্ত ভালো ছিল। তবে সেই মাসেই বদলানো হয় নাম ও লোগো। তারপর থেকেই গ্রাফ নিচে নামতে শুরু করে বলে দাবি করা হয়েছে। এই পরিবর্তন লক্ষ্য করা হয়েছে 1 অগাস্ট থেকে। যদিও বেশিরভাগ সার্চ ইঞ্জিন এমনকি গুগলেও টুইটার লিখলে X নামই আসছে রেজাল্টে। তবে নেই অ্যাপ পেজে নেই টুইটার নাম। যার ফলে অ্যাপটি সত্যতা যাচাই করতে গিয়ে অনেকেই অসুবিধার মুখে পড়ছেন।এই প্রসঙ্গে তিনি বলেন, আমার অনুমান অনলাইন থাকা মানুষ টুইটার X-এর রিব্র্যান্ডিং সম্পর্কে ওয়াকিবহাল।কিন্তু কনজিউমাররা নন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top